নোনালাগা
সিদ্ধার্থ সাঁতরা
যত কথা বলি সব বেমানান
বর্ণহীন নোনালাগা বাড়ির মতন ...
কখনও খুব প্ৰিয়, কখন বা
কী করে মেনে নিই বলো !
এই রোদ, দাবদাহ, নদী পার হয়ে
ধু-ধু মাঠ খুব চেনা প্ৰিয় মানুষের মতো
নোনালাগা প্রতিটি মুহূর্ত,অবাধ্য সময়
এতকাল, ধরে আছে কত প্ৰিয় মুখ প্ৰিয় স্মৃতি ..
অশ্রুরেখা বড় নিষ্প্রয়োজন,কত রঙ চারপাশে
তারা কেউ নয় যারা তবু বলে
এই মেঘ, এই দুরন্ত রঙতুলি দিন
সব কথা পূর্ব নির্ধারিত যে ভাবে ভাবি না কেন
তবু মনে হয় এই নোনালাগা, বিবর্ণ জীবন
যেন ক্যানভাসে আঁকা ঠিক নিজের মতন...
🍂
শুকতারাটির গান
নরেন হালদার
শুকতারাটি গান বেঁধেছে রঙ মেশানো গায়ে,
আমি তখন পথ চলেছি হাজার হাতে-পায়ে।
মিল ছিল না দুষ্টু মেয়ের গন্ধে কিংবা চুলে,
বাবুই মেলায় সন্ধ্যে বেলায় ঘরের গুপ্ত চালে।
রাতের গায়ে পথ হেঁটেছে গয়ের পথে রাত -
তিন্নি বুড়ি কেঁদেই মরে খায়নি বুঝি ভাত।
কান্না ছিল শুকতারাতে, কাঁদছে বুঝি ও
হাসিরে কই দুষ্টু তুমি এবার ঘরে যাও।
কাঁদলে পরে তোমার কথা সবাই যাবে ভুলে,
তারায় তারায় দ্বন্দ্ব লেগে নাকটা যাবে ফুলে।
নাকের আবার দোষ কি বলো ? তিন্নি বুড়ি বাজে -
তারারা সব দল বেঁধেছে থাকবে না কোনো কাজে।
গান বাঁধবে, রঙ ছড়াবে, নাচবে সর্বক্ষণ
0 Comments