গূঢ়
অর্ণব পণ্ডা
শুয়োরকে হত্যার আগে নাকি ছেড়ে দিতে হয়
যাতে সে পালিয়ে বাঁচবার
অথবা লড়াইয়ের শেষ একটা সুযোগ পায়।
বনের নিয়ম এই,গূঢ় বনবাসী জানে।
বেঁধে হত্যা করা ঠিক নয়।
ঈশ্বর সবাইকেই মুক্ত করে পাঠিয়েছেন।
কিন্তু এই সফলতা,হত্যার উল্লাস
দৌড় ও শ্রমের মধ্যে মিশে থাকে।
পালাচ্ছে ভয়ার্ত,তার পেছনে পেছনে
সড়কি বল্লম লোহা...
কতটা মধুর শেষ আর্তনাদ
তা কেবল যূথবদ্ধ চক্রব্যূহ জানে।
🍂
আরও পড়ুন 👇
সংমিশ্রণ
পার্থ সারথি চক্রবর্তী
সারারাত আমার ঘরের দরজা খোলা ছিল।
যারা যারা দরজায় এসেছিল,
তাদের সবাইকে আমি স্বাগত জানিয়েছি।
শুধু আমার ঘরে নয়-
আমার প্রাণে। আমার মনে।
তারপর এল এক অলীক ভোর।
সবাই কোথাও হারিয়ে গেল,
এক মুহূর্তে চারদিক শান্ত,
গাছের পাতায় হাওয়ার শব্দ উচ্চকিত।
কান পাতলে শোনা যায়-
হৃদস্পন্দন। শ্বাসপ্রশ্বাস।
জন্ম হতে থাকল এক নতুন আমি।
হাওয়া, মাটি, জল মিশতে থাকল-
মিশিয়ে নিল আমাকেও।
0 Comments