প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
কখনো কী অনুভব করেছ ভালোবাসার যন্ত্রনা? যদি অনুভব করে না থাকো তবে জানবে ভালোবাসার সম্যক অর্থ তোমার বোঝা হয়নি। ভালোবাসায় সুখ যেমন আছে তেমনই আছে যন্ত্রনাও–ঠিক রোদের পাশাপাশি মেঘের মতো, জোয়ারের পাশাপাশি ভাটার মতো। ভালোবাসা হাসায় যেমন তেমনি কাঁদায়ও বিরহে-মিলনে সে সদা চিরজীবী। ভালোবাসা কখনো ফুল ফোটায়, সময় বিশেষে সে ফুলকে ঝরিয়ে দেয়, তবু সে প্রিয়, সে সুন্দর, তবু সে জীবনের শ্রেষ্ঠ ধন। সুখের পাশাপাশি ভালোবাসার ব্যথা আছে বলেই সে এত মধুর, এত সে মুল্যবান। ভালোবাসার যন্ত্রনা যদি কখনো পেয়ে থাকো জানবে তার প্রকৃত স্বাদ তুমি পেয়েছ।
দিন দিন প্রতিদিন তোমাকে নতুন করে পাচ্ছি, আগের থেকে অনেক বেশি রমণীয়-সুন্দর হয়ে উঠছ আমার কাছে।
তোমার বাহ্যিক রূপ-লাবণ্য যেমন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তেমনি তোমার মনের সৌন্দর্যও একইভাবে অনবদ্য লাগছে আমার কাছে। স্বাভাবিক ভাবেই তুমি আমার বুকের একেবারে গভীরে জায়গা করে নিয়েছ, অবিরত বৃষ্টি ধারার মতো আমাকে ভালোবাসার বৃষ্টিতে স্নান করাচ্ছো, আমি তোমার মধ্যে খুঁজে পাচ্ছি এক মিষ্টি প্রেমের স্বাদ। তুমি তাই দূরে থাকলে আমি ছটপট করি, আশায় আশায় চেয়ে থাকি কখন নিবিড় করে তোমার সান্নিধ্য পাব আমি।
তোমার প্রতিটি ছোঁয়ায় ছিল অনবদ্য সুখের ঢেউ-যা আমাকে সুগভীর আনন্দের মোহনায় ভাসিয়ে নিয়ে গেল, আমাকে পৌঁছে দিল অনন্ত ভালোবাসার দেশে। তুমি এসেছিলে বুঝি আমার হয়েই-এমন একটি রমণীয় দেশে পৌঁছে দেবে বলেই। তোমার ছোঁয়া বার বার বলে দিচ্ছিল-তোমার অনুভব দিয়ে মনের মতো করে উপভোগ করে নাও তোমার ভালোবাসাকে, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার মধ্যে সব পাবে-আমি পূর্ণ করে এনেছি আমার ভালোবাসার ডালি, তোমার যা নেবার তুমি তা নিয়ে নাও। সত্যিই তুমি অকৃপণ ছিলে না, তুমি ছিলে অফুরন্ত-তোমায় প্রতিটি ছোঁয়ায় পেলাম সেই অফুরন্ত প্রেমেরই সুমধুর পরশ-মন তাই সায় দেয়নি তোমাকে ছেড়ে দেবার, প্রাণবন্দী করে রেখে দিতে চাইছিল সারাটা জীবন।
চাঁদ ওঠে আকাশে- জোছনা ঢেলে হাসে, একসময় ডুবে যায়-রাত পাখিটা জেগে জেগে শুধু দেখে, তার আর ঘুমনো হয় না। ঘুমোবে কী করে? তার যে সপ্ন দেখা ফুরোতেই চায় না। চাঁদের হাসির সঙ্গে দেখে ফুল ফোটার আশ্চর্য দৃশ্য! কুঁড়ি ফুল একটু একটু করে কিভাবে পাপড়ি মেলছে তা সে দেখে নির্নিমেষ নয়নে, মুগ্ধ দু’চোখে অপর বিস্ময় খেলা করে। ছবি আঁকে ভালোবাসার মানুষটিকে নিয়ে, চাঁদের কাছে সে প্রার্থনা জানায় কখন সে আসবে তার কাছে, মুখে মিষ্টি হাসি নিয়ে দ্বার খুলে বলবে – আমি এসে গেছি।
রোদে ক্ষয়ে যাওয়া রঙের মতো তুমি কী বিবর্ণ হয়ে পড়ছো আমার কাছে?নইলে কেন তোমার ছবিটাকে বড়ো অস্পষ্ট মনে হচ্ছে আজ?যেভাবে তোমাকে নিয়ে ভাববার কথা – সেভাবে ভাবছি না, যেভাবে তোমাকে নিয়ে চোখের পাতায় স্বপ্ন আঁকার কথা – সেভাবে স্বপ্ন আঁকছি না, তোমাকে নিয়ে মনের সে তাগিদটা আজ কোথায়? এ যেন একটা দায়সারা ব্যাপার, তোমাকে ভাবলেও আচ্ছা, না ভাবলেও ক্ষতি নেই, তুমি আমায় ভুলিয়ে দিতে চাইছো? একদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নিয়ে ভেবেছি,প্রতি পলে-ক্ষণে তোমারই অস্তিত্ব অনুভব করেছি – আজ সেখানে প্রাণ কোথায়? কোথায় সে আন্তরিক টান? যে কোনো কারণেই হোক আজ তুমি আমার কাছে অনেকটাই ম্লান – রঙহীন।
অনুপম রূপমাধুর্য নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে যখন মনে হল প্রকৃতির শ্যাম-বনানী অনবদ্য লাবণ্য-লালিমা নিয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকল সেই আমন্ত্রন ছুঁয়ে গেল আমার হৃদয়কে, ভালোবাসার মধুর কলধ্বনি শুনলাম। তুমি হাসলে সুন্দর করে, রাঙা দুটি ঠোঁটে কী অপরূপ মায়া! আমাকে যেন অলৌকিক এক জাদুমন্ত্রে মাতাল করে তুলল, আমি তোমার উজ্জ্বল উপস্থিতি ছাড়া আর কিছু অনুভব করলাম না। উন্মুক্ত প্রকৃতির মতোই তুমি ছিলে আশ্চর্যরকমের উদার, নদীর মতো বেগবতী চঞ্চল-উচ্ছল। তোমাকে দেখে মনে হল পৃথিবীর সব রঙ, সব রস সব সৌন্দর্য বুঝি তোমাকেই ঢেলে দিয়েছে-এই তোমাকে ভালো না বেসে থাকতে পারলাম না।
তুমি সামনে এসে দাঁড়ালে মনে হয় এক আলোকিত সূর্য বুঝি হঠাত্-ই মেঘ ছিঁড়ে বেরিয়ে এল, তার দীপ্ত কিরণে ঝলমলিয়ে উঠল চারপাশ, আমি নিজেও সেই আলোক ছটায় উদভাসিত হলাম। তুমি সামনে এসে দাঁড়ালে মনে হয় এক আশ্চর্য সুন্দর গোলাপ তার মিষ্টি হাসি নিয়ে রঙিন পাপড়ি মেলল, তার মিষ্টি সুগন্ধ ঢেলে ভরিয়ে তুলল সারা ভুবন, আমি নিজেও সেই গন্ধে মাতোয়ারা হলাম। তুমি সামনে এসে দাঁড়ালে মনে হয় পাহাড় ভেঙে আস্ত একটা নদী বোধহয় ছুটে এল, তার চঞ্চল গতিতে ভিজে গেল খরায় পোড়া যত জমিন, ধূ ধূ বালুর চর-আমি নিজেও সেই দুর্বার স্রোতে ভেসে গেলাম, ভিজল আমার হৃদয়ের বালুকাবেলা। তুমি সামনে এসে দাঁড়ালে এমনিভাবেই আমার ভালোলাগা কাজ করে, আপনা থেকেই জন্ম নিয়ে নেয় তোমার প্রতি নিটোল এক ভালোবাসা।
🍂
34th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
Have you ever felt the pain of love? If you don't feel it, you know you don't understand the full meaning of love. As there is happiness in love, there is also pain just like the sun as well as the clouds, the tide as well as the ebb. As love laughs and cries, so he is everlasting. Love sometimes blooms, time in particular she drops the flower, yet she is dear, she is beautiful, yet she is the best treasure of life. She is so sweet, she is so precious because she has the pain of love as well as happiness. If you have ever felt the pain of love, you will know that you have got the real taste of it.
Day by day I am getting you new, you are becoming much more beautiful than before.
As the beauty of your appearance has become more attractive, so the beauty of your mind seems to me to be equally impeccable. Naturally you have taken a place deep in my chest, you are bathing me in the rain of love like a continuous stream of rain, I can find in you a taste of sweet love. If you are so far away, I get restless, I hope when I will get close to you.
There was a wave of impeccable happiness in every touch of yours - which carried me to the mouth of deep joy, took me to the land of eternal love. I understand that you have come to take me to a beautiful country. Your touch was telling me again and again - enjoy your love as much as you feel with your feelings, I love you, you will find everything in my love - I have fulfilled the gift of my love, take whatever you want. Really, you were not ungrateful, you were endless - the sweet caress of the endless love I found in you in every touch - so the mind did not allow to leave you, wanted to keep you alive for the rest of your life.
The moon rises in the sky - Jochna pours and smiles, once sinks - at night the bird just wakes up and sees, he can no longer sleep. How do you sleep? Furotei does not want to see his dream. Amazing sight of flowers blooming with the smile of the moon! When he saw how the petals matched little by little, he played with other wonders in his eyes, fascinated. Drawing a picture of the man he loves, he prays to the moon when he will come to her, opens the door with a sweet smile on his face - I have arrived.
Are you fading to me like the color of the sun? Otherwise, why does your picture seem so vague today? I don't think the way I think about you - the way I dream about you - the way I dream about you - the way I think about you, the way I think about you. Where is that urging today? It's like a kind thing, even if you think it's okay, even if you don't think it's okay, you want to make me forget? One day I thought of you every moment, every moment I felt your existence - where is the soul there today? Where is he sincerely drawn? For whatever reason, today you are very pale to me - colorless.
When he came and stood in front of me with incomparable beauty, when I thought that the green forest of nature called me with his hand with impeccable beauty and redness, that invitation touched my heart, I heard the sweet murmur of love. You smile beautifully, what a wonderful Maya with two red lips! As if intoxicated with a miraculous spell, I felt nothing but your radiant presence. Like the open nature you were amazingly generous, fast-paced like a river. Seeing you, it seems that all the colors of the world, all the juices, all the beauty have been poured on you - I couldn't help but feel good about you.
When you came and stood in front of me, it seemed as if I understood a bright sun and suddenly the cloud came out, its radiant rays shone all around, I myself was exposed to that light. When you stand in front, it seems that a wonderfully beautiful rose with its sweet smile matched the colorful petals, its sweet fragrance filled the whole world, I myself became intoxicated by that fragrance. When you came to the front, it seemed as if a whole river had broken through the mountains, and its turbulent speed had soaked the ground as if it had been burnt by the drought, and the sand dunes had been washed away. I myself had been swept away by that mighty current. This is how my love works when you come and stand in front of me, a pure love is born for you.
0 Comments