জ্বলদর্চি

রাতের মস্কো / বিজন সাহা

রাতের মস্কো 

বিজন সাহা

ছবি বা ফটোগ্রাফি মানেই হল আলোছায়ার খেলা। তাই আমরা ছবি তোলার জন্য আলো আর ছায়া দুটোই খুঁজে বেড়াই, খুঁজি সময়। ইদানিং রাতের শহরে ঘুরে বেড়াচ্ছি ছবি তোলার জন্য। দিনের বেলায় অনেক মানুষ, রাতে যে খুব কম তা নয়। তবে রাতের আলো আঁধারে তারাও ভিন্ন রূপ ধারণ করে। তখন মানুষ আর প্রধান বিষয় নয়, ভূতের মত তারা মৃত নগরীতে জীবন ফিরিয়ে দেয়। আজ আমরা মস্কোর কিছু ব্যস্ত জায়গার রাতের ছবি দেখব। 

মস্কো সিটি

লুঝনিকিতে নববর্ষের তোরণ

হোটেল মেত্রোপোল

চাঁদের আলোয় নভদেভিচি মনাস্তির

নদীর ওপার থেকে মস্কো সিটির দৃশ্য

বৃষ্টিস্নাত উলিৎসা রঝদেৎসভেনস্কায়া

দেৎস্কি মির

রাতের সেন্ট্রাল বাজার

দ্মিত্রভস্কি প্রসপেক্ট জেগে আছে

নভদেভিচি মনাস্তির

মস্কো নদীর ধারে

নীল আলোয় মস্কো সিটি

🍂

Post a Comment

0 Comments