জ্বলদর্চি

লিটল ম্যাগাজিন উদ্বর্তনের ইতিবৃত্ত নিয়ে কলম ধরেছেন অমিত কুমার রায়

লিটল ম্যাগাজিন উদ্বর্তনের ইতিবৃত্ত নিয়ে কলম ধরেছেন অমিত কুমার রায়

লেখক ঋত্বিক ত্রিপাঠী। বইটি ০৪.০২.২০২৫ কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করে আনল আমার কন্যা ও পুত্র। বইটি পড়ে ঋদ্ধ হলাম। তারই কিছু অভিব্যক্তি আলোচনা করছি লেখকের অনুমতি নিয়ে।

 কবি লেখক সাংবাদিক এবং লিটল ম্যাগাজিনের ৩২ বছরের যোদ্ধা শ্রীযুক্ত ঋত্বিক ত্রিপাঠী মহাশয় "লিটল ম্যাগাজিন উদ্বর্তনের ইতিবৃত্ত" বইটি সন্তান ঋতুরূপ-কে সমর্পণ করেছেন। উদ্বর্তনের ইতিবৃত্ত-এর ভূমিকায় যিনি রশ্মিপাত করেছেন তিনি কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা সম্পাদক প্রাণপুরুষ শ্রদ্ধেয় সন্দীপ দত্ত মহাশয়। তিনি যদিও ইহজগতে  আর নেই তবুও তাঁর কলমের লেখনি রয়ে গেছে প্রজ্বল। "ভূমিকা" এমনই এক 'মুখ' যা দেখে পাঠক মনোবিদগণ বই সম্পর্কে বুঝে ফেলেন বইটির ঐশ্বর্য। শ্রী দত্ত ভূমিকা লিখতে বসেই বলেছেন "সাহিত্য কলমের ফ্রন্ট লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন অবাণিজ্যিক ও ও প্রাতিষ্ঠানিক। তার চলার পথ স্বাধীন"। শ্রী দত্ত আরো বলেছেন দেনার দায়, পকেট নিঃস্ব করে সম্পাদকদের লিটল ম্যাগাজিন চালানোর ইতিকথা। হ্যাঁ এই বাস্তব অভিজ্ঞতা আমারও আছে। আমি পরাজিত যোদ্ধা যুগের তালে তাল রেখে টিকে থাকতে পারিনি। এইভাবে অনেক লিটল ম্যাগাজিন হারিয়ে গেছে। শ্রীত্রিপাঠী এমনই একজন  সাহিত্য যোদ্ধা যিনি বাধা-বিপত্তি ঝড় মাথায় নিয়ে জ্বলদর্চি পত্রিকাকে এগিয়ে নিয়ে চলেছেন।

প্রসঙ্গে ফিরে আসি। শ্রী দত্তের ভূমিকা পড়ে উদ্বর্তনের ইতিবৃত্ত-এ নিবন্ধ পাঠের অভিজ্ঞতা আন্দাজ করতে পেরেছি। শ্রী দত্ত প্রতিটি নিবন্ধ ধরে ধরে আলোচনা করেছেন। আমি গবেষক নই নামমাত্র পাঠক, যতটুকু পড়েছি সে সম্পর্কে সংক্ষেপে ব্যক্ত করছি।
প্রথমে আছে "লিটন ম্যাগাজিনের দর্শন" : শ্রী ত্রিপাঠীর কথায় সব পত্রিকাই লিটল ম্যাগাজিন নয়। অবশ্য সব লিটল ম্যাগাজিনই পত্রিকা।  আমি তো অংশ। সমগ্রের সঙ্গে মিশতে চাইছি। এটাই বিজ্ঞান। অন্যদিকে সমগ্রের মধ্যেই আমার অস্তিত্ব।এটাই দর্শন। সুন্দরভাবে বুঝতে পারি লিটল ম্যাগাজিনের লড়াই তার নিজের সঙ্গে।আমি কেমন করে বাঁচবো এই আত্ম জিজ্ঞাসা নিয়েই তার পথ চলা। অন্যকে অস্বীকার না করা, অন্ধ অনুকরণ না করা, নিজের মত নিরপেক্ষতা বজায় রেখে বাঁচার কথাও আছে। নিবন্ধের শেষে নিরপেক্ষতার খোঁজে লালন- স্বভাব নিয়ে লিটল ম্যাগাজিনের যাত্রাপথ অন্তহীন, ক্লান্তিহীন বলে উল্লেখ করেছেন লেখক।

"আত্ম জিজ্ঞাসা" "লিটল ম্যাগাজিন আন্দোলন" এ লেখকদের প্রতি আত্ম-প্রচারে লাগাম দিতে বলেছেন 'চ' অংশে। বুঝতে হলে পড়তে হবে লিটল ম্যাগাজিন উদ্বর্তনের  ইতিবৃত্ত। এছাড়াও সাময়িক পত্র ও লিটল ম্যাগাজিনের শেষের মন্তব্যটি ভালো লাগলো-  লিটল ম্যাগাজিনের বিকল্প লিটল ম্যাগাজিনই।। 
পুনর্মুদ্রণ ও ভাষা চর্চা য় "লিটল ম্যাগাজিন বৈচিত্রে বিশ্বাসী।তার বহুস্বর" উল্লেখযোগ্য। "দেশ ও ধর্ম " এ কুসংস্কার জাতিভেদকে চোখে আঙুল দিয়ে তুলে ধরেছেন। "স্বাধীনতা" এ লিটল ম্যাগাজিন যাত্রাপথ কিভাবে সম্ভব এবং সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন। "ভাষার ইতিহাস সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষতা" প্রসঙ্গে শ্রীত্রিপাঠী বলেছেন     লিটল ম্যাগাজিন বিশ্বাস করে একমাত্র সাংস্কৃতিক কাজকর্মই আমাদের রক্ষা করতে পারে ধর্মের হাত থেকে অধর্মের হাত থেকে। হৃদয়-গ্রাহ্য চিন্তাভাবনা লেখকের।
"লিটল ম্যাগাজিন ও রাষ্ট্র" লিটল ম্যাগাজিন এর পরিকল্পনা প্রতিবেশী শত্রু আত্মঘাতী স্বভাব" লেখকের অন্তর্দৃষ্টির দৃপ্তময় পদক্ষেপ নিবন্ধ।
"বৃত্তের বাইরে"  কলমে বলেছেন লিটল ম্যাগাজিন এক অমোঘ শব্দ, নিছক এক শব্দ নয়। বহু উপমা যোগে প্রবন্ধটিতে সমাজকে সুন্দর করে গড়ে তুলবার কথাই ব্যক্ত করেছেন।
লিটল ম্যাগাজিনের সাম্প্রতিক সমস্যার কথা কলমে উঠে এসেছে। "প্রকৃত লিটল ম্যাগাজিন ও জিএসটি" শোষণ ও স্তাবকতার পরম্পরা নিয়ে প্রতিবাদী কলম গর্জে উঠেছে, লিটল ম্যাগাজিন শোষণের পরম্পরা মেনে নেয় না। স্তাবকতা মেনে নেয় না  অবশ্যই অবশ্যই প্রতিধানযোগ্য। "বিপণন ও সম্পাদকের সচেতনতা" বিষয়টি লিটল ম্যাগাজিন সম্পাদকগণ সবিশেষ জানতে পারবেন এবং সর্বশেষ নিবন্ধ/প্রবন্ধ "পঞ্চরস ও ব্যক্তিগত প্রসঙ্গ" এ লেখক এর কলমে যে দৃষ্টি-বন্ধন  নিবদ্ধ হয়েছে তা শ্রী দত্তের ভাষায় " এই প্রসঙ্গে লিটল ম্যাগাজিনের বৈশিষ্ট্য ও চরিত্রকে বৈষ্ণবীয় পঞ্চরসের সঙ্গে তুলনা করেছেন। বৈষ্ণব পঞ্চরস গুলি হল শান্ত দাস্য সখ্য বাৎসল্য ও মধুর। লেখক এর নিজস্ব ভাবনায় বিশ্লেষণে তা বিধৃত। ব্যক্তিগত প্রসঙ্গে লেখক লিখেছেন  লিটল ম্যাগাজিনই তো আসল শরীর। আমি তো তার ছায়া। রাষ্ট্রের কাছে নয়। জীবন্মৃত লিটন ম্যাগাজিন মুক্তির জন্য প্রার্থনা করছে, নবীন লিটন ম্যাগাজিন-এর কাছে।"

সবকটি নিবন্ধকে বেশ কয়েকবার পাঠ করলে নতুন নতুন দৃষ্টিকোণ বেরিয়ে আসবে লেখার পংক্তি থেকে এ আমার বিশ্বাস। লেখকের গুণগত লেখার আরো শ্রী বৃদ্ধি হোক এই কামনা করি। শুভম।

🍂


Post a Comment

0 Comments