জ্বলদর্চি

৫১তম পর্ব /প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

৫১তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

তুমি সুন্দর। আলোর প্রদীপ জ্বেলে আমারকাছে দাঁড়ালে। যেন সকলের এলটি গোলাপ পাপড়ি মেলে ফুটল। সোনার বরণ অঙ্গে তোমার রূপের কত না ছটা। যেন ছড়িয়েছিল ফাগুন রাতের জোছনার ঘনঘটা। দশদিক হতে রঙ-রূপ এসে তোমাকে ছুঁয়েছিল। তোমতেই যেন বইছিল নদীর যত জলধারা, যত ভালোবাসা। অপরূপ সেই রূপ-সাগরে আমি যেন কখন হারিয়ে গেলাম। আর সেখানে সাঁতার কাটতে কাটতেই খুঁজে পেলাম প্রেমের মুক্তো।  
   নিয়ম করে সবাই আসে, আমার সাথে খেলা করে, তারা তাদের প্রাণের কথা বলে যায়, শুধু তুমিই যা আসো না, আমার সাথে দেখা পর্যন্ত করো না। পাখিটা আসে রোজ, ঘুম ভাঙিয়ে যায়, কণ্ঠের সুমধুর গান দিয়ে আমার প্রাণ ভরিয়ে যায়। পাঁচিলের কাছে গোলাপ গাছটা ফুল ফোটাতে ভোলে না, ফুল ফোটায় সে, রঙিন পাপড়ি মেলে আমাকে মুগ্ধ করে, তার বুকের গন্ধ ঢেলে হৃদয়কে রাঙিয়ে যায়। প্রজাপতিগুলো তেমনিভাবেই উড়ে আসে, ফুলের উপর বসে আমার কানে কানে প্রেমের কথা কয়ে যায়। বাতাস আসে জানলা ছুঁয়ে- আমার সারা শরীরকে তার স্নিগ্ধ-শীতল পরশে জুড়িয়ে যায়, সবাই চিররঙে চিররঙিন করে আমাকে; আমি অপেক্ষা করে বসে থাকি তোমার তরে- সেই তুমিই যা আসো না। 
   মনের আগল খুলে সব কথা লিখে যাই কবিতায়, কবিতার হাত ধরে পৌঁছতে চাই তোমার হৃদয়ের কাছাকাছি। মুখে তো সব বলা যায় না-তাই কবিতাতেই নিয়েছি আশ্রয়, কবিতা আমার ভালোবাসা হলে তুমি তার প্রেয়সী। তোমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করি, তোমাকে ঘিরে আবর্তিত হতে থাকে এক মায়াঘন প্রেম; অন্তরে সে কথা কবিতার ফুল হয়ে ফুটে উঠে, নৈবেদ্য সাজিয়ে তোমাকেই তা উপহার দিই। নায়িকার মতো আমার মনের দরজায় কড়া নাড়ো তুমি, আমার প্রতীক্ষার অবসান হয়, তোমার মিষ্টি শরীরের সুবাস আমার প্রাণের গভীরে স্বপ্ন সাজায়, নিজের অজান্তেই সৃষ্টি হয়ে যায় আর একটা কবিতার ফুল, এই ফুল ফোটার শেষ নেই। 

🍂

   আজ আকাশে সূর্য ছিল না, কিন্তু তুমি ছিলে পাশে, তাই সূর্য আলোর অভাব অনুভূত হ’ল না, তুমিই হাজার সূর্য হয়ে দীপ্ত আলোর শিখায় আমাকে ছুঁয়ে গেলে, আমার দু’চোখে জ্বাললে খুশির রঙমশাল। তোমার ঠোঁটের স্নিগ্ধ হাসি, পেলব বুকের উষ্ণ পরশ, কুসুম-কোমল হাতের আলতো ছোঁয়া আমাকে অনন্ত ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেল। তুমি কথা বলছিলে, কত কথা! আমি তা শুনতে শুনতে বারে-বারেই আনমনা হয়ে যাচ্ছিলাম, আবারো নতুনভাবে আবিষ্কার করলাম-তুমি এমন একটা কিছু, যার সান্নিধ্য আমাকে কেবল মোহিতই করে না, আমাকে সুগভীর প্রেমের শীতল বারিধারায় সিক্ত করে, বসন্তের নব পল্লবের মতো পল্লবিত করে আমার আমার হৃদয়-মনকে। আমার চেতনার জগতে নতুন বীজমন্ত্র প্রতিস্থাপিত করে, যা আমার চলার পথের অনির্বচনীয় সম্পদ! তুমি দিলে অধিকার তোমার বুকের উপত্যকায় খেলা করবার। রমণীয় সে উপত্যকায় সুদৃশ্য দু’টো উঁচু পাহাড়ি টিলা, তাতে সূর্যের সোনারোদ গলে গলে ঝরছিল-সেথা রাখলাম মাথা, ও! কী অপূর্ব আরাম, অনবদ্য ভালোলাগা! প্রাণটা আমার জুড়িয়ে গেল যেন। মনে হল যুগ-যুগান্তের শান্তি-আরাম বুঝি এখানেই লুকিয়ে আছে,এখানেই জমা হয়ে আছে সারা পৃথিবীর ভালোবাসা, নিবিড় করে টানলে আমায় কাছে, পাইয়ে দিলে অসামান্য সে ভালোবাসার স্বাদ! হৃদয়জুড়ে বেজে উঠল অন্তহীন সুখের দ্রিম দ্রিম বাজনা। অনুভব করলাম এ আনন্দের বুঝি শেষ নেই। এরপর নিয়ে গেলে পাহাড়ি টিলার ঠিক একটুখানি নিচে, সেখানে গিয়ে হতভম্ব আমি, এক আশ্চর্য সরোবর! বড়ো গভীর, ভারি মিষ্টি! সে মিষ্টি সরোবরে আপনা থেকেই হারিয়ে গেলাম, এক এক করে কুড়িয়ে নিলাম আমার প্রেমের মুক্তোগুলি – সব রূপ ঢেলে দিয়ে সুন্দর তুমি ছিলে অকৃপণ, উদার।  
   তোমার গোলাপী ঠোঁটের উষ্ণ স্পর্শটুকু এখনো গভীর মায়ায় আচ্ছন্ন করে রেখেছে আমায়, এখনো বুকের গহনে তুলে চলেছে আনন্দ হিল্লোল, খুশির শত কলরবে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমায় এক দূর অজানার দেশে। তোমার স্পর্শের ওই কমনীয়তাটুকু শরতের সোনারোদের মতোই আমাকে করে চলেছে, আলোকিত-উজ্জ্বল, সাদা মেঘের মতোই উড়িয়ে নিয়ে যাচ্ছে অনন্ত ভালোবাসার রাজ্যে, হৃদয়বীণায় মরমী সুরের মূর্র্ছনা- আমি উদভ্রান্ত, চঞ্চল! এ কোন সুধারস পান করালে তুমি?

 
51st Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya
   

You are beautiful  When the lamp of light was burning, he stood beside me.  As if everyone's LT rose petals matched.  How beautiful your form is in the golden body.  It was as if Fagun had spread the gloom of the night.  The color came from the decade and touched you.  It was as if the river was flowing in you, as much love.  When I got lost in that beautiful sea of beauty.  And while swimming there, I found the pearl of love.
    As a rule, everyone comes, plays with me, they talk about their lives, only you don't come, don't do it until you meet me.  The bird comes every day, wakes me up, fills my soul with the melodious song of the voice.  The rose tree near the wall does not forget to bloom, she blooms, fascinates me with her colorful petals, pours the scent of her chest and makes her heart red.  Butterflies fly like that, sitting on flowers and talking about love in my ears.  The wind comes and touches the window- my whole body is enveloped in its soft-cool embrace, all eternally enlivening me;  I am waiting for you - you are the one who does not come.
    I open my mind and write everything in poetry, I want to reach close to your heart with the hand of poetry.  Not everything can be said in the face - so I have taken refuge in poetry, if poetry is my love, you are his beloved.  I feel a strange pull towards you, an enchanting love revolves around you;  In my heart, that word blossomed into a flower of poetry, I decorated the offering and gave it to you as a gift.  You knock on the door of my mind like a heroine, my wait is over, the fragrance of your sweet body decorates the deepest dreams of my soul, a flower of a poem is created without knowing it, this flower has no end.
    There was no sun in the sky today, but you were by my side, so I did not feel the lack of sunlight, you were the one who touched me in the flame of a thousand suns of light, the radiance of happiness in my eyes.  The soft smile of your lips, the warm caress of your pelvic chest, the gentle touch of your tender hands carried me into the sea of eternal love.  You were talking, how much talk!  As I listened to it, I became anxious again and again, rediscovering something new you are something that not only fascinates me, it soaks me in the cool breeze of deep love, it makes my heart and mind blossom like a new spring.  Replaces the new seed mantra in the world of my consciousness, which is the indescribable resource of my walk!  If you give me the right to play in the valley of your chest.  There are two beautiful high hills in that beautiful valley, in which the golden sun of the sun was melting and falling - I kept my head there, oh!  What a wonderful comfort, impeccable love!  As if my soul was covered.  It seems that the peace and comfort of the ages is hidden here, the love of the whole world is stored here, if you pull it close to me, if you get it, the taste of that love is outstanding!  The rhythm of endless happiness resounded in my heart.  I felt that there is no end to this joy.  After that, just a little down the hill, I was shocked to go there, a wonderful lake!  Big deep, heavy sweet!  I got lost in that sweet lake by myself, one by one I picked up the pearls of my love - you were beautiful with all forms, you were ungrateful, generous.
    The warm touch of your pink lips still envelops me in deep Maya, it still carries joy in the depths of my chest, it carries me to a distant unknown land with hundreds of happy cries.  That charm of your touch is carrying me like the golden ones of autumn, flying like a bright, white cloud in the realm of eternal love, the murmur of mystical melody in my heart - I am ecstatic, restless!  If you drink any sudharasa?

Post a Comment

0 Comments