জ্বলদর্চি

ধরিত্রীর বুকে জ্বলন্ত নক্ষত্র: সুনীতা উইলিয়ামস/শতভিষা ঘোষ

ধরিত্রীর বুকে জ্বলন্ত নক্ষত্র: সুনীতা উইলিয়ামস

শতভিষা ঘোষ


ছোট্ট মেয়েটি জানলার ফাঁক গলিয়ে আকাশ দেখত। অগণিত তারা যখন রাতের আঁধারে মিটমিট করে জ্বলত, তার কৌতূহলী চোখ দু’টো তখন তাদের রহস্য পড়তে চাইত।  ওই দূর আকাশের নীলে কত প্রশ্ন ছিল তার — "ওখানে কি আছে ?  কেমন লাগে গেলে  ? ওখানে তারারা কি কথা বলে ? মহাকাশের নিস্তব্ধতা কেমন ?" নীল ধ্রুবতারাও যেন আপন জগতে তার আগমন কামনায় বলে উঠত-- “আর কত কাল আমি রব দিশাহারা ? রব দিশাহারা!" 

দিন গড়ালো, সময় এগোল। কিশোরী থেকে তরুণী, আর সেই মেয়েটির চোখে স্বপ্নের অগ্নিশিখা আরও উজ্জ্বল হল। চারপাশের পৃথিবী যখন তাকে বলত, "তুমি আকাশ ছুঁতে পারবে না," সে তখন আকাশকে আরও কাছে ডাকত। প্রতিটি বাধা, প্রতিটি সন্দেহের ওপরে দাঁড়িয়ে, নিজের স্বপ্নকে আগুনের মতো ধরে রেখেছিল সে।
অবশেষে যেদিন মহাকাশযানের জানলা দিয়ে যখন সে পৃথিবীকে পেছনে রেখে এগিয়ে গেল, সেদিন প্রমাণ হয়ে গেল — নারীর স্বপ্ন কোনো কূপমণ্ডূকতার শিকলে বাঁধা পড়ে না। সে প্রমাণ করে দিল নারী ঘোমটার আড়াল নয়, সে আকাশের তারা — যার আলো মুছে দেয় আঁধার।
তারারা তাঁকে স্বাগত জানিয়েছিল। নক্ষত্রপুঞ্জের নীরব আলো তাঁর চুল স্পর্শ করে গিয়েছে , মহাকাশের শূন্যতা তাঁকে ডেকেছে আপন বলে। কিন্তু এমন নীরবতাতেও যেন একটা ডাক ছিল —

"ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো।
তোমার শিকড়ের কাছে ফিরে এসো।"

রবীন্দ্রনাথের এই চিরকালীন আহ্বান যেন সুনীতা উইলিয়ামের প্রত্যাবর্তনের গল্পে প্রাণ পায়। যিনি অসীম আকাশ পেরিয়ে, তারাদের নীড়ে ভাসমান থেকেও কখনও শিকড়ের টান ভোলেননি।
যখন মহাকাশের শূন্যতায় সময় থমকে ছিল, যখন নক্ষত্রদের আলোয় পৃথিবী এক বিন্দু নীল বলের মতো চোখে পড়েছিল — তখনও তাঁর হৃদয়ে ছিল জন্মভূমির ডাক। পৃথিবীর মাটি, বৃষ্টি ভেজা গন্ধ, ঘাসের শিশিরবিন্দু — সবকিছু যেন তাঁকে ফিসফিসিয়ে বলছিল, "ফিরে এসো।"
 সুনীতা উইলিয়াম সেই টানেই ফিরে এসেছেন, পৃথিবীর আকাশে নতুন ইতিহাস এঁকে দিয়ে।
লোকে বলে, যারা একবার তারার দেশে যায়, তারা নাকি আর কখনও ফেরেননা । কিন্তু সুনীতা  জানতেন — সত্যিকারের গন্তব্য শুধু আকাশ নয়, সেই আকাশের গল্প নিয়েই জন্মভূমির মাটিতে ফিরে আসা যায়।

 "যদি আলো না ধরা যায়, তবে আঁধারেই আনো জয়।"
                    - রবিঠাকুর।
– মহাশূন্যের নিঃসীম অন্ধকারেও তিনি খুঁজে নিয়েছেন আলো, অর্জন করেছেন জয়।

🍂

Post a Comment

0 Comments