আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
She walks in Beauty"
By Lord Byron
She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies
And all that's best of dark and bright
Meet in his aspect and her eyes
Thus mellowed to that tender night
Which heaven to gaudy day denies
One shade the more, one ray the less
Had half-impaired the nameless grace
Which waves in every raven tress,
Or softly lightens o'er her face,
Where thoughts serenely sweet express
How pure, how dear their dwelling place!
And on that cheek, and o'er that brow,
So soft, so calm, yet eloquent,
The smiles that win, the tints that glow,
But tell of days in goodness spent,
A mind at peace with all below,
A heart whose love is innocent.
সুন্দরের আরতি তার সিঞ্জিনীতে বাজে
যেন মেঘবিহীন রাতের আকাশ তারা আলোয় সাজে
চাহনি সুখে আলো-কালোর অরূপতম মোহে দিবালোকের উজ্জ্বলতা ম্লান,অস্বীকৃত দাহে।
হয়তো কোন অধিক ছায়ায়,আলোর জ্যোতি কমে
অনামী সেই মাধুরীপ্রভা আধো প্রান্তে নামে
কাকচক্ষু উর্মিচ্ছটা লাগায় মনে ঘোর
আলোকময় ছায়াটি তার লুটোয় ক্ষণভ’র
আহা! ভাবনা তার শুচি মধুর মুখে
প্রেমের মতো উদপিয়াসী স্মার্ত কোমল সুখে
আধেকলীন কপোলে তার ভ্রূযুগলে নতি
বড়ো কোমল,শান্ত তবু প্রকাশলোভী অতি
অজেয় সেই হিরন্ময়ী হাসি…
চিরকালীন জীবনকথা বলে
তৃপ্তিদায়ী অত্যাগসহন,যে মন শ্লোকময়
আহৃদি অমল মাধুরীসুধা সেই অতলে র’য়…
🍂
THE POET'S DREAM-P. B. SHELLEY
ON a Poet's lips I slept
Dreaming like a love-adept
In the sound his breathing kept;
Nor seeks nor finds he mortal blisses,
But feeds on the aerial kisses
Of shapes that haunt Thought's wildernesses.
He will watch from dawn to gloom
The lake-reflected sun illume.
The yellow bees in the ivy-bloom,
Nor heed nor see what things they be
But from these create he can
Forms more real than living Man,
Nurslings of Immortality!
কবির মননে, বাণীর সঞ্চরণে
দয়িত-প্রাণের স্নিগ্ধ-স্বপন-বনে-
যে বাণী প্রকাশে নিশ্বাস নিগমনে,
যে তৃষা আকুল এই জীবনের আনন্দ নিকেতনে
অধরবাঁকের অমর্ত্য চুম্বনে,এই ধুলো-মাটি-মায়ার নিঃসরণে;
সব অনুভূতি দিশা পায় জেনো;কবি-হৃদয়ের সুবিজন চিন্তনে ৷
প্রভাতে নিশীথে খুঁজেছি যাহারে একা-
কবির স্বপনে, উজল-আলোয় সেই স্বপ্নই আঁকা-
আনমনা অলি আসে ফিরে যায়,ফুল্ল-কুসুমকাননে
কি যে তৃষা তাহার কামনা-মত্ত মননে!
সব দেখে কবি নবসৃষ্টির সুখে;
1 Comments
খুব সুন্দর
ReplyDelete