জ্বলদর্চি

ঐতিহ্য মেনেই পালিত হল জ্বলদর্চির ১৪৩২ নববর্ষের বৈঠকি আড্ডা

ঐতিহ্য মেনেই পালিত হল জ্বলদর্চির ১৪৩২ নববর্ষের বৈঠকি আড্ডা
রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় মেদিনীপুর শহরের লোকনাথ পল্লিতে জ্বলদর্চি দপ্তরে নববর্ষের বৈঠকি আড্ডায় প্রকাশ পেল নববর্ষ সংখ্যা ও একাধিক নতুন বই। কবিতাপাঠ, স্মৃতিচারণ, গানে অংশ নেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী। 


এদিন সঙ্গে জ্বলদর্চির নববর্ষ সংখ্যার পাশাপাশি প্রকাশ পেল কবিতা ও ছড়ার বই। জ্বলদর্চির পক্ষ থেকে লেখক-কবি আবীর ভট্টাচার্য, কবি সুব্রত দাস, 'গঙ্গা আমার মা' পত্রিকার সম্পাদক অভিজিৎ দে ও সমাজসেবী অশোক রুদ্র-কে সম্মান জানানো হয়।
 
প্রকাশ পায় কবি, মেদিনীপুর কলেজের অধ্যাপিকা সালেহা খাতুনের কবিতার বই 'বানপ্রস্থের বাঁশি',
ভবেশ মাহাত-র কবিতার বই 'হৃদয়ে আঁকা কবিতা'।
ভবেশ মাহাত-র 'পাজির পাজামা' নামে একটি ছড়ার বইও প্রকাশ পায়। 

এবারের নববর্ষ সংখ্যায় রয়েছে লেখক বুদ্ধদেব গুহ, কথাসাহিত্যিক বাণী বসু, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, নাট্যকার দেবশঙ্কর হালদার-এর সাক্ষাৎকার। প্রবন্ধ লিখেছেন বর্ণিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছে একগুচ্ছ অণুগল্প ও কবিতা। সুন্দর প্রচ্ছদ এঁকেছেন শুভ্রাংশু শেখর আচার্য্য।

অরূপ দণ্ডপাটের যন্ত্রসংগীত দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। সংগীত পরিবেশন করেন গার্গী ভট্টাচার্য। স্বরচিত কবিতাপাঠ  করেন—আবীর ভট্টাচার্য, আগমনী কর মিশ্র, রাজেশ্বরী ষড়ঙ্গী, অনিন্দিতা শাসমল।

উপস্থিত ছিলেন ডাঃ কাঞ্চনকুমার ধাড়া, বিশ্বরঞ্জন ঘোড়ই, প্রণব পোদ্দার, জ্যোতিপ্রকাশ সাহা, বিনোদ মন্ডল, অমর সাহা, তাপস কুমার দত্ত, সৌমেন রায়, আগমনী কর মিশ্র , কৃষ্ণা গায়েন, শুভ্রাংশু শেখর আচার্য্য, স্বাগতা পাণ্ডে, ডাঃ নির্মাল্য মঙ্গল, সিদ্ধার্থ মিশ্র, অভিনন্দন মুখোপাধ্যায় প্রমুখ। বৈঠকি আড্ডার সূত্রধর ছিলেন সঞ্জীব ভট্টাচার্য।

উল্লেখ্য, দুই মেদিনীপুর থেকে একযোগে প্রকাশিত, একত্রিশ বছর পেরোনো জ্বলদর্চি বর্তমানে মুদ্রিত সংখ্যার পাশাপাশি ওয়েব মাধ্যমেও। ওয়েবে প্রতিদিন প্রকাশ পাচ্ছে নবীন প্রবীণের নানা স্বাদের গদ্য পদ্য। রয়েছে নিজস্ব অ্যাপ। 

🍂
ad

Post a Comment

3 Comments

  1. জ্বলদর্চি পত্রিকা নুতন নুতন লেখক লেখিকাদের কাছে প্রাথমিক প্লাটফর্ম এবং বহু প্রথিতযশা কবি সাহিত্যিকদের লেখায় পরিপূর্ণ একটি সুন্দর পত্রিকা। সমস্তটাই সম্পাদক মহাশয়ের নিরলস অধ্যাবসায়ের ফসল।

    ReplyDelete
  2. জ্বলদর্চির জয়যাত্রা অব্যাহত থাকুক।

    ReplyDelete
  3. 👍👍

    ReplyDelete