(গুচ্ছ অণুকবিতা)
সুবর্ণা নাগ
( ১)
ভ্রমের ওপর ভ্রমর হয়ে ভ্রমণ করি কৈলাসে।
দুয়ারে প্রেম, পর্দায় চিঠি,
অপেক্ষা সার মধুমাসে।
(২)
রোদ্দুর ভেসে যায়,
কি বা আর এসে যায়?
খুঁইয়েছি যা,
অবেলায় দিয়ে যায়।
একপেশে দৃষ্টি,
বিষে এসে মিশে যায়।
(৩)
মরা শহর,
ফুলের বুকে রাসায়নিক!
ব্রিজ ভেঙে যায়,
পথ্য ভেজাল,
বাতপতাকা হারায় দিক।
(৪)
এখন তোমার বয়স ষাট?
সেগুন কাঠের পোক্ত খাট,
বাদের খাতায়?রাস্তা দেখো,
কে হে তুমি, কোন বড়লাট?
(৫)
মেরুদন্ড যেন না.....
যদিও পথ বেঁকে গেছে।
( ৬)
শোনো,
ওপারে এক শহর আছে,
গ্রামের থেকে মাটি কেনে।
(৭)
ভিড়, ভিড়, কি ভিড়!!!
ভিড়ের নাম বাদ গেছে।
থাক,
আমার claustrophobia আছে।
এড়িয়ে গিয়ে,
ঝড়ের মুখোমুখি দাঁড়াই।।
🍂
1 Comments
সুবর্ণার অণু কবিতার অনুরাগে আমি আজ মুগ্ধ !
ReplyDeleteসুবর্ণার সোনালি বর্ণচ্ছটায়
অক্ষরে সাজানো শব্দের মালা যেমন
পবিত্র তেমনি শুদ্ধ !
সুবর্ণার আমি একজন
সত্যিকারের গুণ মুগ্ধ! !!