জ্বলদর্চি

মান্না দে এবং শ্রমিক দিবস/ মিলি ঘোষ


মান্না দে এবং শ্রমিক দিবস

 মিলি ঘোষ

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আবার আজ মান্না দে'র জন্মদিন। মান্না দে'র নামের আগে কী কী শ্রী আছে জানি না। কারণ, সেগুলো ছাড়াও তিনি মান্না দে। কথা হলো, কতটা প্রতিভা থাকলে এবং কতটা পরিশ্রম করলে একজন মানুষ মান্না দে হয়ে উঠতে পারেন। যে মানুষটা বলেছেন, একটা রাগে অন্তত সাত আটটা বন্দিশ না শিখলে রাগের আসল রসটা নেওয়া যায় না, সেই মানুষটাই বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গিয়ে বলতেন, আমি নিজেকে ক্লাসিকাল সিঙ্গার বলে ক্লেইম করি না। তবে ক্লাসিকাল আমার ভালো লাগে। ভাব যায়, মান্না দে বলছেন এ কথা! তাঁর ছিল চিকন গলার স্বর। সেই গলাকে সঠিক পরিচর্চা আর পরিশ্রমের হাত ধরে এমন একটা জায়গায় দাঁড় করলেন, সঙ্গীত-প্রেমী মানুষ মান্না দে বলতে পাগল হয়ে গেল। যে ব্যক্তি গাইছেন 'বাজে গো বীণা', তিনিই আবার গাইছেন, বড় একা লাগে।
 জনপ্রিয়তার নিরিখে কিশোর কুমার ও মহম্মদ রফির অনুষ্ঠানে মান্না দের অনুষ্ঠানের তুলনায় ভিড় হতো বেশি। তবু, মান্না দে খুশি ছিলেন তাঁর দর্শকের দিকে তাকিয়ে। তিনি জানতেন তাঁর অনুষ্ঠানে কারা যেতেন গান শুনতে।

🍂
ad

কয়েক বছর আগে এক সুরকার বলেছিলেন মান্না দে'র ওসব গান এখন আর চলে না। এই কথার জন্য তাঁকে খেসারত দিতে হয়েছে প্রচুর। সে যাই হোক, মান্না দের 'জিন্দেগি ক্যায়সি হ্যায় পেহেলি' গানটি থেকে সুর নিয়ে তিনি নিজে গান বাঁধলেন। ছন্দটা একটু অন্যরকম করে, স্টাইলটা পাল্টে। যদিও মূল সুর সলিল চৌধুরীর। তবু, সেই মান্না দে'র গানেই হাত পড়ল। 
শুধু-মাত্র বাঙালি বলে মুম্বাইতে কম অপমানিত হতে হয়নি মান্না দেকে। পাশে দাঁড়িয়ে লতা মঙ্গেশকর। মরমে মরে গেছেন মান্না দে। লতাজী সাহস যুগিয়ে বলেছিলেন, মান্না দা, আপনি এমনভাবে গান, যাতে কেউ আপনাকে কিছু বলতে না পারে। দু'জনে মিলে নিজেদের উজাড় করে দিয়ে গাইলেন, "ইয়ে রাত ভিগি ভিগি।" বাকিটা তো ইতিহাস। 
শেষ জীবনটা তাঁর সুখের হয়নি সবাই জানি। কন্যাসম কবিতা কৃষ্ণমূর্তি, যিনি মান্না দা বলতে অজ্ঞান, মান্না দে'র শেষ জন্মদিনে জানলা দিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন। এ দুঃখ কবিতাদেবীর যতটা, আমাদের মতো মান্না পাগলদেরও ততটাই।
অনেক কণ্টকময় পথ পেরিয়ে তবে তিনি মান্না দে। শুধু প্রতিভা থাকলেই হয় না। শ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে! তাই তো শ্রমিক দিবসেই জন্ম চির-অমর মান্না দে'র। 

বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇

Post a Comment

0 Comments