নিঃসঙ্গতা
একলা চেয়ে আছি
চলছে জলোচ্ছ্বাস
হাজার নদীর স্রোত
পাথরের ঘায়ে টুকরো হয়ে
যাওয়া হৃদয়ের অনেকগুলো খন্ড
এখন আমার একলা থাকার সময়
জীবনের প্রতিটা আলো নিভে
অন্ধকার এসেছে নেমে।
আত্মহত্যা
বিকেলে সূর্যের কিরণ ম্লান হয়ে এসেছে
শোনা যাচ্ছে পাখির কলরব,
কত মানুষ কাজের শেষে বাড়ি ফিরছে-
সূর্য অস্ত যেতে আর কিছু সময় বাকি
অস্ত গিয়েছে জীবনের সূর্য
পথ হেঁটে চলেছি একা
বেরোনোর আগে সাত-পাঁচ অনেক ভেবেছি
ট্রেন লাইন ধরে হেঁটে চলেছি
ঠিক করেছি আর ফিরবো না,
হঠাৎ ফোনটা বেজে উঠলো
দিয়া ফোন করেছে
রিসিভ করলাম
বলল, কি রে এতবড় খবরটা লুকিয়ে গেলি?
মানে?
সাহিত্য পত্রিকায় তোর লেখা প্রকাশিত হয়েছে
বলিস নি তো?
গা ঘেঁষে দুরন্ত গতিতে রাজধানী
এক্সপ্রেসটা বেরিয়ে গেল
মনে মনে বললাম
সত্যি জানতাম না,
এসেছিলাম তো আত্মহত্যা করতে।
🍂
অসমাপ্ত
তোমার সাথে আলাপ হঠাৎ করেই
যেদিন প্রথম দেখেছিলাম,
তোমায় বেশ লেগেছিল বটে;
তোমার আলতো চোখের দৃষ্টি
ঠোঁটের কোণে হাঁসি,
খাপছাড়া চাহনি
আমায় অবাক করেছিল।
বাড়িয়ে দিয়েছিলে বন্ধুত্বের হাত ,
প্রথমটা ধরতে চাইনি;
তারপর ভেবেছিলেন দেখিনা মানুষ টা কেমন
যদিও আর বেশি দিনের জন্য
যোগাযোগ হয়নি স্থায়ী
কিছু শখ মিটিয়েছ,
কিছু আব্দার পূরণ করেছ
তারপর কখন যে হারিয়ে গেছ
বুঝতে পারি নি;
বিদায় নিয়ে আজ তুমি দূরদেশে।
আগলে রাখতে পারোনি আমায়,
চলে গেছ।
তোমায় পেতে চাইলেও
আর পাব না জানি;
তাও যদি কখনো পারি
হারিয়ে যেতে দেবো না তোমায়
তোমার আমার পৃথিবী হয়েছে আলাদা
একপ্রান্তে তুমি,
আমি আর এক প্রান্তে;
এখন শুধু স্মৃতি রোমন্থনের সময়
বৃষ্টি পড়লে ভিজতে ভালো লাগে,
বৃষ্টিতে কান্না যায় না বোঝা।।
অভিমান
হঠাৎ থেমে গেছে সবকিছু
চারিদিক অন্ধকার,
ঢেউয়ের পর ঢেউ এসে
ফিরে যাচ্ছে;
উলোট পালোট করে দিয়ে যাচ্ছে সব,
জোনাকি পোকাগুলো মাঝে মাঝে
আলো দিচ্ছে ঠিকই,
কিন্তু তাতে ভিতরের অন্ধকার মেটে না;
কেউ চেয়ে আছে আমার অপেক্ষায়,
কিন্তু আজ হাত বাড়িয়ে ডাকলেও
যাব না।
সময় হয়েছে শেষ
বদলেছে মূহুর্ত
আজ আমার হারিয়ে যাওয়ার দিন,
একলা হয়ে একলা চলার দিন,
দিনের শেষে যায় যদি কখনো থেমে
গুছিয়ে আবার তৈরি করবো
0 Comments