জ্বলদর্চি

স্মরণজিৎ চক্রবর্তী ও ভবেশ মাহাত-র কবিতা

স্মরণজিৎ চক্রবর্তী ও ভবেশ মাহাত-র কবিতা 

দুপুর 
স্মরণজিৎ চক্রবর্তী 

একা আমি আর গাছে গাছে মৃদু রোদ
দূরে ছোট চিল রবিবার রবিবার
হারানো পালক ফিরে আসে উঠোনে
জমে থাকা জলে উল্টোনো ছবি কার?

একা জানলার সঙ্গীর মতো আমি 
কেউ আসবে না বুঝে গেছে রবিবার 
শীর্ণ দুপুরে এমনিই মনে হল
হাত ধরে থাকি মনমরা কবিতার

সহজ জীবন এখনও বহু বাকি
গাছের নীচে পাখির মতো থামি
অন‍্য মনে নৌকা এঁকে রাখি
নিজের ছায়া আর দেখি না আমি

একলা কেবল ভাবি আমার ঘরে 
কখনও হবে তোমার সঙ্গে দেখা?
গুলমোহরের ঝিনুকপাতা ঝরে
হলুদ রঙের দুপুর পেরোই একা…


প্রয়োজন শেষে  
ভবেশ মাহাত 

দহনের সমস্ত প্রক্রিয়া শেষে চর্মজ অনুভূতি জাগ্রত হয় ব্যস্তানুপাতিক হারে,
আমাদের ভালোবাসার সেতু জুড়ে 
বালিয়াড়ি তৈরির মিথস্ক্রিয়া প্রতিনিয়ত
পরাজিত হয়, জয় হয় ভালোবাসার। 
তোমাকে জানার জন্য হাইফেন লাগেনা আর,
পলাশ ফুলের গায়ে কাঁটা রচনার ভয় দেখিয়ে 
যারা তোমাকে কেড়ে নিতে চেয়েছিল -----
তারা আজ ক্যাকটাস হয়ে গেছে বালিয়াড়ির। 
আজও আমি তোমার মৃদুমন্দ ঘ্রাণ পুষে রাখি
জানি একদিন প্রয়োজন শেষেও প্রয়োজন হবে।

🍂
ad


Post a Comment

0 Comments