জ্বলদর্চি

তন্দ্রিমা ঘোষ ও দীপঙ্কর সাঁতরা-র কবিতা

তন্দ্রিমা ঘোষ ও দীপঙ্কর সাঁতরা-র কবিতা 

দরজায় কড়া নাড়ে
তন্দ্রিমা ঘোষ

ক্যালেন্ডারে পার হয়ে যাচ্ছে হিসেব
খাতা খুলে অঙ্ক করতে করতে কটা বাজল?
আজকাল কাজের কথাই হয় খাবার টেবিলে 
হৃদয়ে জমছে পলি আলাদা মাত্রায়।
বিছানা থেকে সরে যাচ্ছে খবর প্রতিদিন
সোম থেকে শুক্র একটানা হাঁফায় সময়,
ছবির কাঁচে ধুলোর স্তর
বাগানের মাটিতে ঝরা পাতা।
চৈত্রের বিকেলে হঠাৎ অবসর
বাচিক সন্ধ্যায় কবিতা পড়ল কবিরা,
খোলা আকাশের তলায় উদাসী বাতাস !
রবিবার রাত হলেই মন খারাপের চিঠি
কালো পেনে লিখি তাই ডায়েরী খুলে
নিয়ম মেনে আওয়াজ শুনি রাতের পাহারাদার।


আজকে খুলি শুকনো মালা
বেলী  ফুল আর গন্ধরাজ বার্তা দিচ্ছে কিসের!
দিগন্ত জুড়ে ভৈরবী আলাপ
প্রতিটি গাছের শাখায় প্রানের ইশারা
দরজায় কড়া নাড়ে প্রথম বৈশাখ।



তোমার জন্যই 
দীপঙ্কর সাঁতরা 


উঠোনটা ভেঙে গিয়েছিল বলেই 
পৌষের উজানী রোদ উঠে গিয়েছে চিলেকোঠায়। 
তখনো তুমি বুঝতে পারোনি যে চলে যাওয়ার পরই
এ অরণ্যের অধিকাংশ পাতারা হলুদ হয়ে উঠবে ঝরে পড়বে 
গালিচায় সাজবে বনভূমি 
তোমার জন্য ভাঙা উঠোন আর রাঙা অরণ্যে 
আমি দুঃসহ মন্বন্তরের গান গাইবো

🍂
ad

Post a Comment

0 Comments