আয়না
পার্থ সারথি চক্রবর্তী
(১)
একতাল মাটি, জল মিশিয়ে
মূর্তি হয়ে উঠেছিল।
ছুঁয়ে দিয়েছিল প্রাণবন্ত হাত। সঞ্চারিত হয়ে ওঠে
অনুভূতির গভীর সাগর।
তবু আত্মারা আত্মীয় হয়ে ওঠে না।
(২)
বহুদিন পর চর্চা হল চর্যাপদের। দশ দণ্ড সময় ব্যয় হল অক্লেশে। তেল পুড়ল এক মণ।
পথভ্রষ্ট পথিক তবু পথ খুঁজে পেল না।
দেখা হয়েছিল
সেদিন পাঁচমাথার মোড়ে।
(৩)
ছোট্ট নদীটির গা বেয়ে আজো বয়ে যায়।
জল। সঙ্গে অফুরন্ত আশার এক ঝলক।
চোখ ঝলসানো নয়! নয়নাভিরাম।
বসে থাকি সবাই তার পাশে।
একপাহাড় ভালবাসা বুকে নিয়ে।
আমার সমস্ত ইচ্ছেগুলো
অরিজিৎ ভট্টাচার্য
আমার সমস্ত ইচ্ছেগুলো
অবসাদগ্রস্থ হয়ে ঘুরে বেড়ায়
আমি ইতিহাস- ভূগোলের মাঝে দাঁড়িয়ে
আহত মুখ গুলো শনাক্ত করি
দীর্ঘশ্বাস দীর্ঘ হতে হতে
মধ্যযুগীয় ধ্বনিতে চর্তুদিক ঢেকে যায়
আমার অবসাদগ্রস্থতা
দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে।
🍂
0 Comments