জ্বলদর্চি

আজকের দিন (২২ জুলাই)/ রুম্পা প্রতিহার

আজকের দিন (২২ জুলাই)/ রুম্পা প্রতিহার


২২ শে জুলাই ভারতে জাতীয় পতাকা দিবস। ১৯৪৭ সালে আজকের দিনে ভারতের গণপরিষদ  তিরঙ্গা পতাকাকে সার্বভৌম ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে এবং চরকার পরিবর্তে অশোক চক্রকে স্থান দেয়।

আজ, প্যারীচাঁদ মিত্র-র জন্মদিন। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখতেন। বিখ্যাত গ্রন্থ: 'আলালের ঘরের দুলাল'--বাংলা সাহিত্যের  প্রথম  উপন্যাস।

আজ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়-এর জন্মদিন। বাংলা সাহিত্যে ব্যঙ্গ- কৌতুক  রস স্রষ্টা। তাঁর  ডমরু- চরিত, কঙ্কাবতী বিখ্যাত উপন্যাস। 

আজ, মনীন্দ্রলাল বসুর প্রয়াণ দিবস। গল্প- উপন্যাস - শিশু সাহিত্য নিয়ে লেখালেখি  করেছেন। কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস 'রমলা' তাঁর  সময়ে খুব জনপ্রিয়  হয়েছিল।

আজ, মার্কিন কবি এমা লাজারাস-এর জন্মদিন। তাঁর  'The New  Colossus' কবিতাটি statue of libarty-র পাদভূমিতে বোঞ্জের ফলকে খোদিত করা হয়েছিল।

আজ বিশ্ব মস্তিষ্ক দিবস বা আন্তর্জাতিক মস্তিষ্ক দিবস। প্রতি বছর একটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা অনুষ্ঠানের মাধ্যমে মস্তিষ্কের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি  করা হয়।

 মনীষী উবাচ :
 মানুষের  ভিতর  যে পূর্ণত্ব প্রথম থেকেই  আছে, তারই প্রকাশসাধনকে বলে শিক্ষা। (স্বামী বিবেকানন্দ)

🍂


Post a Comment

0 Comments