জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /পারমিতা রায়

গুচ্ছ কবিতা 
পারমিতা রায়

অনলাইনে কথা বলা

কলমে 

এই বিংশ শতাব্দীর, হাজারো ব্যস্ততার মধ্যে, মানুষের ক্যারিয়ার গড়বার যে বিশেষ প্রবণতা দেখা যায় তাও যেন আজকাল অনলাইনে প্রকাশিত হয়।

মানুষের সকল ইচ্ছাই যেন আজকের দিনে অনলাইনের সাথে জড়িত।

ইন্টারনেট ওয়াইফাই ব্যতীত আজকের মনুষ্য জীবন অসহায়, একলা।

বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে?

তাতে অসুবিধা কোথায়? অনলাইন তো আছেই।

শিক্ষিত, বেকারের সঙ্গিনী দরকার...

তার জন্য তো রয়েছে ইন্টারনেট আর অনলাইন ওয়াইফাই সমেত মোবাইল।

অন্যান্য কাজকর্মের ফাঁকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সম্পর্ক গড়বার এক অপূর্ব হাতিয়ার এবং রাস্তা এই অনলাইন এবং ওয়াইফাই সমেত ইন্টারনেট সমেত মোবাইলগুলি।

এসো না সকলে মিলে দিনরাত মোবাইল ফোন না ঘেঁটে অনলাইন এ ব্যবহার না করে মুখোমুখি সামনাসামনি বসে কথা বলি।

বাস্তবটাকে নিয়ে নিবিড়ভাবে অনুভব করি।

তাহলে অনুভব করতে পারবো সম্পর্কগুলি সত্যিই নিভে গেল নাকি সম্পর্কগুলি মনগড়া।।
🍂
ad


রঙিন ফুলগুলি 
    

সভ্যতার চাকা ঘুরে চলেছে অবিরাম, অনবরত, 
   মানুষের ব্যস্ততা চলেছে অনবরত, আধুনিক মানুষ এগিয়ে চলেছে অবিরাম। 
 আজকের এই মানব যন্ত্রগুলির উন্নতির এবং প্রগতির ধাতব, যান্ত্রিক ঘর্ষণে পৃষ্ঠ হয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, কাটা পড়ছে সবুজ গাছ 
দেবমূর্তি উপাসনার বাহন সুন্দর রঙিন গাছে ফোটা ফুলগুলি হচ্ছে অবহেলিত, 
 বিরাট আকারের বাড়িগুলির তলায় , আজ চাপা পড়ে গেছে 
প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির সৃষ্টি অপূর্ব সুন্দর রঙিন ফুটে ওঠা ফুল।


 জীবনের গতি 
          
        
      দিগন্ত জুড়ে নীল আকাশ 
      দিগন্ত মিশেছে, সাগরের      
বুকে, নীল সাগরের বুকে 
অস্তগামী সূর্যের লাল আভার 
ছটা, নীল দিগন্ত মিশেছে শস্যের ক্ষেতে, 
বিপ্রতীপ ছায়া ঘিরে আছে 
  তোমার বদন জুড়ে, 
 সূর্যের অবনমন গতিতে আমি দাহ্য , এই পোড়া 
  হৃদয় ক্ষত বিক্ষত, 
  মুখমণ্ডল জুড়ে রয়েছে শ্রাবস্তীর কারুকার্য, 
   বনলতা বা কৃষ্ণকলি হবো না কখনো 
   মাদলের চিহ্ন থেকে যাবে শুধু আলো পথে, 
   পাহাড় যেন নেমে এসেছে নদীর বুক থেকে।।

Post a Comment

1 Comments