জ্বলদর্চি

ছাতামুঠি /ভাস্করব্রত পতি

বাংলার ঘাস পাতা ফুল ফল, পর্ব -- ৮৬
ছাতামুঠি

ভাস্করব্রত পতি

গ্রামেগঞ্জে রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠে ছাতামুঠি ঘাস। একসাথে দলবেঁধে জন্মায়। সহজে নির্মূল করার উপায় নেই। খুবই পরিচিত এই আগাছা জাতীয় ঘাসটি ছোট ছোট ছেলেমেয়েদের শৈশবের অন্যতম খেলার উপাদান। এর ত্রিকোনাকার কাণ্ডগুলি সুচারুভাবে চিরে মশারি তৈরি করত খেলাচ্ছলে। 
ছাতামুঠি ফুল ও গাছ

এটির বিজ্ঞানসম্মত নাম Kyllinga nemoralis। যা Cyperaceae পরিবারের অন্তর্গত। ইংরেজিতে বলে Whitehead spike sedge এবং White water sedge। সংস্কৃতে বলে শ্বেতানির্বিষা, তামিল ও মালয়লামে ভেলুট্টা নির্বাসি, হিন্দিতে নির্বিসি বলে। 
রাস্তার পাশে অনাদরে বেড়ে উঠেছে ছাতামুঠি গাছের ঝাড়

এই ছাতামুঠি গাছটি হল একটি বহুবর্ষজীবী লতানো পাতার ঘাস জাতীয় উদ্ভিদ। এর দীর্ঘ লতানো রাইজোম মাটির মধ্যে থেকে ছড়িয়ে পড়ে বিস্তার লাভ করে। ছায়াযুক্ত তৃণভূমি, পাথরের ফাটল এবং রাস্তার ধারে বহুল পরিমাণে জন্মায়। এই গাছের কান্ডগুলি খাঁড়া খাঁড়া এবং তিন কোনা যুক্ত। প্রায় ৫৫ সেমি লম্বা। এদের একক ফুল বেশ দর্শনীয়।
ছোটদের খেলার উপকরণ এই ছাতামুঠি গাছ ও তার ফুল

এটি প্যারাগুয়েতে ঔষধি পদ্ধতিতে এটি একটি সতেজ পানীয় হিসেবে ব্যবহৃত হয়। যার মধ্যে মূত্রবর্ধক, হজমকারী, প্রশান্তিদায়ক, টনিক, অ্যান্টি স্পাসমোডিক এবং সুডোরিফিক বৈশিষ্ট্য রয়েছে। বঙ্গে এটি যত্রতত্র দেখা যায়। বেশিরভাগ সময় পথচলতি মানুষের পায়ের তলায় চাপা পড়ে। গবাদি পশু মাড়ায় এবং খায়। সহজে এদের উৎপাটন করা যায়না। মাটির মধ্যে এদের রাইজোম প্রসারিত হয়ে থাকে। বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করে এই ঘাস মারা হয়। অথবা মাটি চষে মাটি থেকে রাইজোম সহ পুরো গাছ উপড়ে ফেলে দেওয়াই একমাত্র উপায়।
🍂

Post a Comment

1 Comments

  1. Soumen RoyAugust 24, 2025

    এটি কি গোথুবি ঘাস হিসাবেও পরিচিত?

    ReplyDelete