জ্বলদর্চি

অপরূপ তুমি কবিতায়/কমলিকা ভট্টাচার্য

অপরূপ তুমি কবিতায়
কমলিকা ভট্টাচার্য

কাঞ্চনজঙ্ঘা—এক নীরব কাব্য 

অপরূপ!
আজ আমার সাথে সাথে তুমি চললে অনেকটা পথ—
মনে হলো, আকাশ যেন তোমার হাত ধরে
আমাকে পৌঁছে দিচ্ছে কোনো অদেখা অন্তরালের দিকে।

আমি মুগ্ধ হয়েছি তোমাকে দেখে—
সূর্যের আভায় তুমি অমিতাভ,
তুমি যেন আলোকে জন্ম দেওয়া প্রথম শব্দ,
যার প্রতিধ্বনিতে পৃথিবী প্রতিদিন নতুন সকাল পায়।

কাঞ্চনজঙ্ঘা—
তোমাকে আজ প্রেমিক নয়,
সময়-সম্রাট লাগে।
যে ভালোবাসে দূরে থেকেই,
তবু ছায়ার মতো আমাকে অনুসরণ করে
আমার নিঃশ্বাসের গভীরেও।

তোমার তুষার শুধু তুষার নয়—
ওগুলো স্মৃতির সাদা অবশেষ,
যেন আকাশ একসময় নিজের বুক থেকে
অনন্ত মুহূর্ত তুলে তোমার গায়ে লিখে রেখেছে।
তাই তোমাকে দেখলে মনে হয়
এক বিশাল নীরব কাব্য আমার দিকে তাকিয়ে আছে।

তোমার প্রতিটি শৃঙ্গ যেন অদৃষ্টের আঙুল,
যা নরম ইশারায় বলে—
“যা দেখছ, তা শুধু দৃশ্য নয়,
তুমি নিজেকেই দেখছ আমার প্রতিফলনে।”

আমি হাঁটছিলাম, আর তুমি
মেঘের ভাঁজে ভাঁজে আমার সঙ্গে ভেসে যাচ্ছিলে—
শেষে যখন দিগন্ত তোমাকে গিলে ফেলল,
তোমার সরে যাওয়া আলো নরম ডানার মতো
আমার গাল ছুঁয়ে বলল—

“হারিয়ে যেও না…
আবার এসো—
আমি এখানেই থাকব,
তোমার অপেক্ষায়, এই পাহাড়ের নীরবতায়।”

🍂

উন্মনা কবিতা

ভাবনার খোপে জমে থাকা নরম  হাওয়াটা
তোমায় ছুঁয়ে এলে হঠাৎই কাঁপে—
শব্দের বুকে দৌড়ে চলে স্রোত,
অমায়িক ছন্দে গলে যায় অভিমান থামে। 

কখন যে স্বরটুকু
ঝরনার মতো নেমে আসে পাতায়,
কে জানে কোন গোপন আঙুল
তোমার অক্ষরে আমার হৃদয় ছুঁয়ে যায়!

কখন মেঘ জড়ায়, কখন চাঁদ জাগে,
কখন রামধনুর দুই প্রান্তে
তোমার হাসি আর আমার শ্বাস মিলেমিশে
আঁকে অনন্ত ক্যানভাসে প্রেমের রেখা।

গোলাপের পাঁপড়িতে জমে থাকা শিশির
যেমন আলতো আলোয় দীপ হয়ে জ্বলে—
তোমার কবিতার প্রতিটি তির্যক প্রশ্নে
আমার মনটাও ঠিক তেমনই নরম হয়ে উঠে।

মধুর কূপে ভোমরার মৃত্যু দেখে
আমি ভাবি—
প্রেম যদি ডুবেই মরে
তবে কি সে মৃত্যুও রকমারি উৎসব নয়?

তোমার স্বপ্নের পাতায়
আমিও রাতভর হাঁটি—
অমৃত কলমের গন্ধ পাই কাছাকাছি।
ঘুমের কপালে চুমু রেখে বলি,
“কবিতা যদি এতটাই উন্মনা হয়,
তবে ভালোবাসা কি আর লুকিয়ে থাকতে পারে?”

Post a Comment

6 Comments

  1. লেখা খুব ভাল হচ্ছে। এমন আরো লাইন দিন যা সারাজীবন মনে থাকে।

    ReplyDelete
    Replies
    1. কমলিকা ভট্টাচার্যDecember 10, 2025

      ধন্যবাদ,তবে এই দুটি কবিতাতে কোনো লাইন যদি ভালো লেগে থাকে যদি উল্লেখ করেন ,ভালো লাগবে। আগে চেষ্টা করব।
      🙏

      Delete
  2. যেমন
    তোমাকে আজ প্রেমিক নয়,
    সময়-সম্রাট লাগে।
    …..
    তোমার তুষার শুধু তুষার নয়—
    ওগুলো স্মৃতির সাদা অবশেষ,

    ReplyDelete
    Replies
    1. কমলিকাDecember 11, 2025

      রাতের আকাশ চোখে ধরা না–পড়লেও
      তার বুকেই যে থাকে অগণিত তারা;
      তেমনি আমিও আমার অন্তরের আকাশকে দেখি না ঠিকই,
      তবু তার বুকে ঝিলিক দেয় আমার শব্দতারা—খুশিপুঞ্জ হয়ে। আমি জানি ...

      Delete
  3. আপন মনের অনুভূতির প্রকাশ। খুব সুন্দর লিখেছিস।

    ReplyDelete