শুভদীপ বসু
ডিপ্রেশন
মেঘ করে আকাশেতে,
আষাঢ়ের মাস।
ঝিরঝির বৃষ্টি,
হালকা বাতাস ।
জানালার ফাঁক দিয়ে,
টিপ টিপ জল।
পুরোনো কথারা সব,
মনে টলমল।
নানা রঙ ছাতারা,
হাঁটি হাঁটি পা ।
বর্ষাতি পড়ে যায়,
পুচু কুচুরা।
প্যাচপ্যাচে রাস্তায়,
লাফিয়ে চলা।
ছিটিয়ে নোংরা জল,
গেলো গাড়িরা।
নিভু নিভু দুপুরে ,
খাবার মজা ।
খিচুড়ির সাথেআছে,
পাঁপড় ভাজা।
ঝমঝম পিটপিট,
এলোমেলো মন।
মাঝে মাঝে ভালো লাগে
ডিপ্রেশন।
🍂
ছোঁয়া
অজস্র ঢেউ ছুটে আসে পাড়ের দিকে; কেউ কেউ ছুঁতে পারে।
সকলে নয়।
যেমন ভালোবাসা।
সব ঝর্ণা কি ভালবেসে নদী হয় ?সব নদী যায় সমুদ্রে?
ওই দূরে দেখা যায় যে নৌকো সেও একদিন ছোঁবে কোন পাড়।
রত্নের সন্ধান পাক আর নাই পাক
ওর জন্য অপেক্ষা করে আছে কেউ। তাকে ছোঁয়াই তো ভালোবাসা।
সূর্য ডোবে ভোর ছোঁবে বলে।
পথ শেষ হয় বাড়ির দরজা ছোঁবে।
পরিশ্রম শেষ হয় সাফল্য ছোঁবে।
ছুটতে ছুটতে একদিন জীবন ছোঁবে মৃত্যু।
0 Comments