জ্বলদর্চি

দুটি কবিতা/পারমিতা রায়

দুটি কবিতা 
পারমিতা রায়


আঁধার পথের আলো 

জীবনের ছায়াঘন অন্ধকারে দেখাও মা কেমন করে হতে হবে পার ---
পথে পথে যে ছড়িয়ে রয়েছে বাধা, ঢালো মা তোমার ভক্তি সুধা।
হৃদয় প্রদীপ তুমি মা জ্বেলো, মুছিয়ে দিয়ে সকল কালো। 
পথের সাথী থেকে মাগো, অন্তর মাঝে যদি জেগো।
না যদি বুঝি জীবনের মানে, পথ চলি শুধু তোমার টানে। 
ভালোবেসে যদি নাও মা কোলে, পথের দুঃখ তবে যাবো ভুলে।

🍂


একতা

একতাই আমাদের শক্তি, 
একতাই বেঁধে রাখে মানুষের সঙ্গে মানুষকে, বেঁধে রাখে মানুষকে ভালবাসার বন্ধনে। 
একতাই মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার মূলধন।
জাতিভেদ, মতভেদ ভুলে এক সুরে সকল মানব জাতি বাধা পরুক এক একতার বন্ধনে। 
একলা হলে যে কেউ হয়ে পড়ে দুর্বল, কিন্তু দুই বা তিন বা চার... বা, অনেকের সমষ্টি, এবং অনেক মানুষের একতা, বন্ধন বা ঐক্যশক্তিকে দৃঢ় করে চিরকাল।
একের পাশে আর একজন মনে করলে বোঝা, যদি থাকে একতা, যদি মানুষ থাকে সম্মিলিত ভাবে তবে মানব জীবন হয় অত্যন্ত সোজা।
ঐক্যবদ্ধ মানব জীবন না হলে সত্যিই তা বোঝা নয়, বরং সাহায্যের হাত অটল হিমালয় পর্বতের ভীতকে নাড়িয়ে দেয়, বহির্শক্তিকে যুঝতে সাহায্য করে,
তাই একতাই হোক্ আমাদের বাক্য, মানবিকতার বোধ হোক আমাদের লক্ষ্য। জীবনে সংগ্রামের পথ খুঁড়ে মাণিক্য মিলতে পারে।
একা তো নিঃস্ব, দুর্বল, অসফল, সামান্য অন্যকে আপন ক'রে নেওয়া, তার পাশে দাঁড়ানো এরূপ ভালোবাসাই জীবনের শিল্প শৈলী, শিল্প নৈপুণ্যতা। একাকীত্ব, আত্মকেন্দ্রিকতা হোলো ধ্বংসের কারণ, একের পাশে শূন্যগুলো তার মান বাড়ায়, তার মূল্য বাড়ায় সেটাই হোলো ঐক্যবদ্ধ হওয়ার মূলসূত্র।
সমাজ, সংসার, দেশ এভাবেই বাঁচলে জীবনে ঐক্যবদ্ধতার সাথে সুন্দর, স্বচ্ছ, অগ্রগতির পথ প্রশস্ত হয়, সুদৃঢ় হয়।
মূল্যায়ণ হয় দৃঢ় চেতনা মানব সমাজ হয় সচেতন স্বনির্ভর, সাহসী, মানব সমাজ অগ্রসর হয় উন্মেষের, উদ্দেশ্যে এবং সাম্যতা রক্ষায়।।

Post a Comment

0 Comments