অনুপ মাহাত
কবিতায় ফেরা
১.
তিলোত্তমা কবিতা ভালোবাসতো
কবিতার দুটি চরণ লিখতে চেয়েছিল সে --
চেয়েছিল কবিতার ধ্বনি শোনাতে
জীবন আর কবিতার পথ
একাকার করে
ফেরাতে চেয়েছিল কবিতায়
সমাজকে কবিতার মতো দেখার ইচ্ছা ছিলো
রাষ্ট্রও হোক কবিতা এই ছিলো তার আকাঙ্ক্ষা
সুশৃঙ্খল ছন্দোময় ।
🍂
২.
এ আকাঙ্ক্ষা আমারও নিশ্চয় তোমারও
তিলোত্তমা কবিতায় ফিরেছে
বিবেকের প্রশ্নে
ভয় করেছে জয়
বলেছে সে কবিতায় ফেরো
কবিতায় ফেরা খুব প্রয়োজন আজ
নিজের মুখোমুখি হতেই হবে একদিন
প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দম্ভের থেকে সরে এসে দাঁড়াতেই হবে কবিতার কাছে
0 Comments