বিবেক দাস
না পাওয়া বাড়ি
আমাদের একখানা বাড়ি হোক।
আমাদের না পাওয়া বাড়ি, মায়াময় সংসার।
যেখানে নিকানো উঠোন তুমি সাজিয়ে দেবে
গুঁড়ো চালের আলপনায়।
পাশের খেতে দোল খাবে মালাবতী ধান।
নলসংক্রান্তির ভোরে সর পোতা শেষে
শিষের আগায় স্পর্শ রেখে
তুমি গেয়ে ওঠো মঙ্গল কামনায়-
ছোটো ও বড় ধান ফুলো ও ফলো।
আমাদের একখানা বাড়ি হোক।
আমাদের না পাওয়া বাড়ি, নিজ হাতে গড়া।
যেখানে তুলসী তলায় জেগে থাকবে সন্ধ্যা প্রদীপ;
কার্তিকের সন্ধ্যায় ভেসে আসবে ছাতিমের ঘ্রাণ।
তোমার হৃদয়ে ফুটে উঠবে ভোরের শিউলি;
তোমার খোলা পিঠে আমার ভ্রমণ বিলাস।
আমাদের ঘর সংসার উঠোনে থাকবে হেমন্তের বিশ্রাম।
আমাদের একখানা বাড়ি হোক।
আমাদের না পাওয়া বাড়ি।
🍂
গান্ধী
জেলে পাড়ার তস্য গলি
ত্রিপল দেওয়া বাড়ির উঠোনে
ফুটে আছে অভাবের রাঙা ফুল।
উপকূলের ঝড়ে ডানা ভাঙা নারী
চোঙার ফুঁয়ে নিভন্ত উনুনে ফিরিয়ে আনে আঁচ।
শুকনো মাছ, নোনা জলের আঁশটা গন্ধ মন্থন করে
মাটির উনুনে সে ফুটিয়ে তোলে সাদা ভাতের ঘ্রাণ।
তবুও বারে বারে নিভে যায় আগুন।
বেলাভূমি জুড়ে জ্বলে ওঠে শুধু খিদে।
দিশেহারা আগুন তখন ছুঁয়ে ফেলে সাদা খাতা,
ছোটো মেয়ের ইতিহাসের পাতা।
ছোটো বড় সাদা কালো গান্ধীর ছবি।
এখানে অহরহ
0 Comments