অসিতরঞ্জন ঘোষ
নিঃশব্দের অন্তরে
তুমি আমি বসে আছি,
দূরে নয় কাছাকাছি,
অবলা কত কথা নিঃশব্দে বলে।
মৃদু মন্দ সমীরণে
বসন্ত বার্তা আনে,
আনমনে কত সময় কাটে কুতুহলে।
স্বপ্নের মালা গাঁথি
কেটেছে সুখরাতি
আনন্দ গানে গানে, কাটে না সময়।
যে কথা বলার ছিল
কত দিন এল গেল
নিঃশব্দে শব্দ ঝরে, নেই সমন্বয়।।
🍂
প্রশ্ন
রক্ত ঝড়ে, অশ্রু বাষ্প, প্রাণ নিমেষে উদ্বায়ু।
তাদের কথায় কি আসে যায়, বাড়ায় যাদের পরমায়ু!
গ্রামগঞ্জে জমছে ক্ষোভ, নীরব মুখর অসহায়।
বুকের পাঁজর নগ্ন শরীর, বেঁচে থাকাই বড় দায়।
যাদের বলে বলিয়ান, তারাই ভীষণ অসুখে।
স্বাধীন স্বাধীন, ধিন ধিনা ধিন, নাচবে তারা কোন মুখে?
বিকিয়ে গেছে মানব জীবন, শ্রমিক চাষা কবরে।
বেত্রাসুরের বাড়বাড়ন্ত, দধিচী নেই দেশ-ঘরে।
বুজরুকি আর ভাষন দিয়ে, দেশ চলেছে এগিয়ে।
কবর কি সরব হবে, একটি ভোটের বিনিময়ে???
0 Comments