কমলিকা ভট্টাচার্য
রাতটা নীল থাক
ধীরে নামে আলো
জানলার কোণে চাঁদ
শব্দগুলো ক্লান্ত হয়ে
নিঃশ্বাস নেয় আমার সাথে
রাতটা নীল থাক
আমি জেগে থাকি
তোমার নামটা আজ
হেডফোনে বাজুক ধীরে ধীরে।
লো-ফাই ভালোবাসা
আমরা কথা বলি কম
তবু বুঝে যাই সব
চায়ের ধোঁয়ার ভেতর
ভাসে তোমার ঠোঁট
এই লো-ফাই ভালোবাসা
হাই নোট চায় না
ভাঙা সুরেই
মনটা ঠিক জোড়া লাগে।
ঘুম পাড়ানি শহর
শহরটা আজ
ঘুম পাড়ানি গান
কাঁচের জানলায়
আমাদের ছায়া
কেউ জানে না
এই ভিড়ের ভেতর
দু’টো মন চুপচাপ
একই স্বপ্ন দেখছে।
🍂
তুমি থাকলে শব্দ কম
তুমি থাকলে
শব্দ কম লাগে
পৃথিবীটা যেন
মিউট বাটনে
হার্টবিট আর
ঘড়ির কাঁটা
একই তালে চলে
তুমি থাকলে।
ভলিউম কম, মনটা বেশি
ভলিউম কম
মনটা বেশি শোনে
তোমার না বলা কথাগুলো
রাত জুড়ে
একটা পুরোনো সুর
আমাকে তোমার কাছে
আস্তে আস্তে টেনে নেয়।
চুপচাপ ভালোবাসা
আমরা ছবি তুলি না
স্টোরি দিই না
ভালোবাসাটা থাকে
ড্রাফট ফোল্ডারে
চুপচাপ এই অনুভব
সবচেয়ে সত্যি
কেউ দেখেনা বলেই
এটা নষ্ট হয় না।
হেডফোনে বৃষ্টি
হেডফোনে বৃষ্টি বাজে
বাইরে শুকনো রাস্তা
তোমার মেসেজ আসেনি
তবু মনটা ভেজা
এই অপেক্ষারও
একটা সুর আছে
লো-ফাই রাত জানে
কীভাবে মন ভাঙে।
ঘড়ির কাঁটার ফাঁকে
ঘড়ির কাঁটার ফাঁকে
লুকিয়ে থাকি আমরা
সময়কে ফাঁকি দিয়ে
একটু নিঃশ্বাস
কাল কী হবে
জানার দরকার নেই
এই মুহূর্তটাই
আমাদের পুরো পৃথিবী।
নরম আলোয় তুমি
নরম আলোয়
তোমাকে আলাদা লাগে
শহরের সব ক্লান্ত মুখ
হঠাৎ ঝাপসা
আমি তোমাকে ছুঁই না
ভয় পাই
এই দৃশ্যটা
ভেঙে যাবে বলে।
ঘুমের আগে নামটা
ঘুমের আগে
নামটা বলি মনে মনে
ঠিক প্রার্থনার মতো
যদি স্বপ্ন আসে
তুমি থাকো
আর যদি না আসে—
এই গানটাই থাক।
4 Comments
❤️
ReplyDelete🙏
Deleteমনের বারান্দায় কবিতা জ্যোৎস্না হয়ে ঝরে পড়ল।
ReplyDelete🙏
ReplyDelete