জ্বলদর্চি

দুটি কবিতা/ শর্মিষ্ঠা বসু তরফদার

দুটি কবিতা 
শর্মিষ্ঠা বসু তরফদার 

হেমন্ত 

পূর্বসূরীদের জন্য জ্বলে থাকা আলোর পথে যেতে যেতে- এক সময় ফোরায় হেমন্তের রাত।
 কার্তিকের ঘুম ভাঙে রোজ নগরকীর্তন এর সুরে।
 চাঁদ ডুবে যায় শিশিরের বুকে যখন-
 তখন একটু একটু করে  রোদ পায় গর্ভিনী ধানের শীষ। 
দীর্ঘ প্রতীক্ষার পর কুয়াশার পরত মুছে যায় গাছের ছায়া থেকে।
 শিরশিরে হাওয়া কাঁপন ধরায় মাটিতে।
ধূসরতার চাদরে সব ঝরে যাওয়ার আগে
 সবুজের শেষ আলিঙ্গনটুকু পেতে চায় পৃথিবী।
  এভাবেই শরৎ আর শীতের মাঝে  আসে
 একটুকরো হেমন্ত।।

🍂

         
জেমাইমা -একটা স্বপ্ন

পৃথিবী আজও নিক্তি দিয়ে মাপে-
 কন্যা ভ্রুনের দরটা ঠিক কতো?
পরিবারও পরিস্থিতির চাপে
লুকিয়ে রাখে, মেয়ে জন্মের ক্ষত।

মেয়ে মানে ঘরের মধ্যে থাকা, পড়াশুনো ,রান্না, গৃহস্থালি। 
খেলার মাঠকে দূরে সরিয়ে রাখা,
 রোদে জলে শরীর হবে কালি।

তবুও কিছু ব্যতিক্রমী ঘরে-
 নরম হাতেও ব্যাটবল দেয় তুলে।
মা-বাবারা আস্থাতে বুক ভরে-
 মেয়ের জন্য মাঠের দরজা খুলে'।

সেই মেয়েদের ছুটে চলা হয়না যেন শেষ,
 জেমাইমাদের হাতের ছক্কায় স্বপ্ন দেখুক দেশ।।

Post a Comment

0 Comments