জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৫ অক্টোবর ২০২০


 দিনের শেষে
 ১৫/১০/২০২০

১) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ঘোষণা অনুযায়ী রাশিয়া দ্বিতীয় ভ্যাকসিন "ইপিভ্যাক করোনা(Epivac corona)"-র ছাড়পত্র পেল! 

২) বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করার দাবীতে মামলা শুরু কলকাতা হাইকোর্টে !

৩) শুভ্রজিৎ মিত্র-র পরিচালনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "অপরাজিত"- উপন্যাসের শেষ অংশ নিয়ে বাংলা ছবি "অভিযাত্রিক" প্রদর্শিত হবে ২৬ নভেম্বর শুরু হওয়া ২৬-তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে!

৪) DRDO জানাল যে ভারতের হাতে আসছে ব্রক্ষ্মসের থেকেও দ্বিগুণ গতির হাইপারসনিক মিসাইল

৫) এবারে কোনও দর্শক ছাড়াই পুজো হবে কলকাতার ঐতিহ্যবাহী সন্তোষ মিত্র স্কোয়ারে !

৬) আজ আই পি এল-এর ৩১-তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,শারজা ক্রিকেট স্টেডিয়ামে। 

৭) আজ থেকে যাবতীয় স্বাস্থ্যবিধি অনুযায়ী খুলে গেল কলকাতার নিকো পার্ক !

৮) দিল্লি ক্যাপিটলস-এর দক্ষিণ আফ্রিকার পেস বোলার এনরিক নর্টজে গতকাল আই পি এল-এর ইতিহাসে রাজস্থান রয়ালস-এর বিরুদ্ধে দ্রুততম(১৫৬.২ কিলোমিটার) বল করেছেন! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

______________________________________
একটু  হাসুন 


বল্টু : বুঝলি পাপ্পু, বাজারে জিনিসপত্রের দাম খুব। জানিস কি? 
পাপ্পু : জানি, জানি, প্রচুর দাম! একটা সময় ছিল যখন দম বানাতে আলু লাগত, এখন আলু কিনতে দম লাগে।
-------------------------------------------------------------
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
দু লক্ষ টাকা ক্লাবের পুঁজি 
লেবাররা পায় রুটি রুজি 
ভারি শিল্প বোম ভোলে ! 
রাজনীতির হোম-অনলে
বেলেঘাটা কান্ডের উৎস খুঁজি। 

২.
বিবর্তনের ধারায় এসে মানুষ পরিশ্রান্ত। 
ধর্ম বর্ণ জাত কাজিয়ায় যারপরনাই ক্লান্ত। 
হাতে নাঙ্গা তলোয়ার 
এসো হে ঘোড়সওয়ার 
ভুবনগ্রামের স্বপ্ন দ্যাখা সমাজতন্ত্রী পান্থ।
_________________________________
প্রকাশিত 
ক্লিক করে পড়ে নিন

আজ ফ্রেডরিক নীটশের জন্মদিন। 
শ্রদ্ধা ও  স্মরণে সন্দীপ কাঞ্জিলাল।




Post a Comment

0 Comments