জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২ নভেম্বর ২০২০


 ২/১১/২০২০

১) আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ডে লকডাউন জারি হল, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা থাকবে। 

২) আগামী ৪ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় টাইটেল স্পনসর হল Jio! 

৩) আজ আই পি এল-এর ৫৫-তম ম্যাচে মুখোমুখি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটলস, আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে। 

৪) আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন!
 
৫) করোনা-আক্রান্তদের কথা মাথায় রেখে এই বছর রাজস্থানে বাজি বিক্রি ও বাজি পোড়ানো নিষিদ্ধ হল! 

৬) ইউরোপীয় জার্নাল "ইমিউনোলজি"-তে প্রকাশিত এক প্রতিবেদন মারফত জানা গেছে যে মহিলাদের তুলনায় পুরুষ-দেহেই রয়েছে বেশিমাত্রায় করোনা-র এন্টিবডি!

৭) একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সব থেকে বেশি সংখ্যক আম্পায়ারিং-এর নজির গড়লেন পাকিস্তানের আলিম দার! 

৮) আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যে কলেজ খোলার সিদ্ধান্ত গৃহীত হল! 

(বিঃ দ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)

একটু হাসুন 

পাপ্পু : একটা সিদ্ধান্ত নিয়েই ফেললাম রে, বল্টু! 
বল্টু : কি সিদ্ধান্ত? 
পাপ্পু : এই পুজোতে ঠাকুর দেখতে বেড়োনো কোন মেয়েকে বিয়ে করব না! 
বল্টু : কেন? কেন? 
পাপ্পু : হাইকোর্ট যা'কে নিয়ন্ত্রণ করতে পারল না, আমি সারাজীবন কেমন করে কন্ট্রোল করব!!

লিমেরিক 
বিনোদ মন্ডল 
১.
 
যাত্রায় পেশাদার পরেশের বড়দা
নেশাভাঙ্ বলতে -- সুরভিত জর্দা। 
প্যান্ডেলে অভিনয় 
ব্যান্ডেলে একা রয়
জানলা ও দরজায় নেই কোনো পর্দা ! 

২.
জীবনে কখন যে কার সাথে কে মেলে ! 
কার চাষকরা চালে কে হে তুমি ভাত খেলে ! 
কে কখন আসে কাজে
স্মৃতিতে তা ভাসে না যে ! 
কার কার ভোটে জেতে -- খোঁজে কোন এমেলে ?
-------------------------------------
প্রকাশিত।  ক্লিক করে পড়ুন।

Post a Comment

0 Comments