Today is the 11 November, 2020
আজকের দিন
বাংলায় ----২৫ কার্তিক বুধবার
আজ, মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। ইসলামি ধর্মশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তরুণ বয়সে ইনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। হিন্দু-মুসলিম সম্প্রীতির প্রবক্তা ছিলেন এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা করেছিলেন। ১৯৯২ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে(মরণোত্তর) ভূষিত করা হয়। স্বাধীন ভারতে শিক্ষাবিস্তারে তাঁর উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তাঁর জন্মদিনটি সারা দেশে "জাতীয় শিক্ষা দিবস" হিসেবে পালন করা হয়।
আজ, কথাসাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্রের জন্মদিন। বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম। সামাজিক উপন্যাস, পৌরানিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ছোট গল্প, কিশোর সাহিত্য-সর্বত্র ক্ষেত্রেই তাঁর লেখনীর অবাধ গতি। 'কলকাতার কাছেই', 'উপকন্ঠে', 'পৌষ-ফাগুনের পালা'-এই ত্রয়ী উপন্যাসকে আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়। পৌষ-ফাগুনের পালা ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার অর্জন করে। ১৯৫৯ সালে তাঁর 'কলকাতার কাছেই' উপন্যাস সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়।
আজ, আধুনিক কবি জ্যোতিরিন্দ্র মৈত্রর জন্মদিন। বাংলার একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সংগীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। প্রবাদ প্রতিম ঋত্বিক ঘটক এর ছবি 'মেঘে ঢাকা তারা' র তিনিই ছিলেন সংগীত পরিচালক। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। তাঁর বিখ্যাত প্রবন্ধ ও কবিতাগুলির মধ্যে বটুকদা ও ঘাসফুল বেশি পরিচিত।
আজ, রুশ সাহিত্যিক ফিওদোর দস্তয়েভস্কি'র জন্মদিন। ইনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। তাঁর অনেক রচনাই বিশ্বসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত।প্রধান প্রধান সাহিত্যকর্মের মধ্যে Crime and Punishment, The House of the Dead, The Idiot, Notes from Underground or Letters from the Underworld উল্লেখযোগ্য।তাঁর রচিত The Notes from Underground অস্তিত্ববাদী দর্শনের ভিত্তি গড়তে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
আজ, সঙ্গীতঙ্গ আবুল করিম খান সাহেবের জন্মদিন।অসাধারণ প্রতিভার অধিকারী এই ব্যক্তি কণ্ঠসঙ্গীতের পাশাপাশি সেতার, বীণা, সারেঙ্গি ও তবলা বাজানোয় বিশেষ পারদর্শী ছিলেন। ইনি শুধু খেয়াল ও ঠুমরির গায়কিতে পরিবর্তনই আনেননি, ইনিই সম্ভবত প্রথম শিল্পী যিনি রাগসঙ্গীতের ভিন্ন দুই ধারার মেলবন্ধন ঘটিয়েছিলেন তাঁর গানে।
আজ, মার্কিন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও-র জন্মদিন। পুরো নাম লিওনার্দো ভিলহেল্ম ডিক্যাপ্রিও।একজন মার্কিন অভিনেতা, প্রযোজক এবং পরিবেশবিদ। তাঁকে প্রায়ই জীবনীনির্ভর ও কালসীমানির্ভর চলচ্চিত্রে এবং প্রথার বাইরের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মহাকাব্যিক প্রণয়ধর্মী টাইটানিক চলচ্চিত্রে জ্যাক ডসন চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি লাভ করেন। একবার একাডেমি পুরস্কার, তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার ও একবার বাফটা পুরস্কার লাভ করেছেন। জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।
আজ, মার্কিন লেখক হাওয়ার্ড ফার্স্টের জন্মদিন। পুরো নাম হাওয়ার্ড মেলভিন ফাস্ট। ইনি ই. ভি. কানিংহ্যাম এবং ওয়াল্টার এরিকসন ছদ্মনামেও লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য লেখা দি লাস্ট ফ্রণ্টিয়ার, সিটিজেন টম পেইন, আউটসাইডার,
দি ইমিগ্র্যাণ্টস ডটার, দি ডিনার পার্টি, দি প্লেজ ইত্যাদি।
আজ, ফিলিপিন্সের প্রথম রাষ্ট্রপতি ইয়াসের আরাফতের প্রয়াণ দিবস। দল-মত-নির্বিশেষে ফিলিস্তিনী জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ তাঁকে বীর মুক্তিযোদ্ধা এবং ফিলিস্তিনীদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসাবে সম্মান করে থাকে। ১৯৯৪ সালে ইনি ইজহাক রাবিন ও শিমন পেরেজ এর সাথে অসলো শান্তি চুক্তির জন্য একত্রে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
আজ, ভারতীয় অভিনেত্রী মালা সিনহার জন্মদিন। একাধারে তিনি হিন্দি, বাংলা ও নেপালী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে হিন্দি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি তাঁর প্রতিভাগুণে ও সহজাত সৌন্দর্যের কারণে দর্শকমহলে নন্দিত হয়ে আছেন। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ, জাতীয় শিক্ষা দিবস। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ ১৫ আগস্ট ১৯৪৭ থেকে ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি অবধি দায়িত্ব পালন করেছিলেন। তাঁর এই ভূমিকাকে স্মরণে রেখে তাঁর জন্মদিনটি ভারতে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়।
মনীষী উবাচ
যে মানুষ যথার্থ মানুষ সে যে-ঘরেই জন্মাক পূজনীয়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
-------------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
-------------------------------------------
প্রকাশিত
এবারের বিষয় - রবীন্দ্রনাথ ঠাকুর।
ক্লিক করে দেখে নিন সঠিক উত্তর।
জ্বলদর্চি অনলাইন কুইজ-১৫
1 Comments
খুব সমৃদ্ধ হলাম।
ReplyDelete