জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১১ ডিসেম্বর ২০২০

১১ ডিসেম্বর ২০২০

১) মারকিন যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানে সামিল হল ভারতীয় বংশোদ্ভূত Astronomical Engineer রাজা চারি! 
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে এটিকে-মোহনবাগান এবং হায়দরাবাদ এফ সি! 
৩) পাকিস্তানের পেশোয়ারে বহু স্মৃতিবিজড়িত রাজকাপুর  ও দিলীপকুমারের পৈতৃক ভিটের দাম ধার্য করল পাক সরকার যথাক্রমে ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা! 

৪) গুগল ইন্ডিয়া-র পরিসংখ্যান :-
২০২০ সালে গুগল-সার্চে মানুষের সবথেকে বেশি আগ্রহ ছিল এবারের আই পি এল নিয়ে! 
৫) উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট !
৬) টাইম ম্যাগাজিন কর্তৃক "Person of the Year" হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস! 
৭) যুদ্ধের ইঙ্গিত! ভারত মহাসাগরে ১২০টি রণতরী মোতায়েন করেছে একাধিক দেশ! 
৮) মানুষের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকার সম্পত্তি বন্ধক রেখেছেন বলিউডি অভিনেতা  এবং সমাজসেবী সোনু সুদ

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

 একটু হাসুন 

স্যার : বল্ তো, বিয়ের পর ছেলেদের কি পরিবর্তন হয়? 
ছাত্র : বিয়ের পর ছেলেরা শিক্ষার্থী হয়ে যায়! 
স্যার : বুঝিয়ে বল্! 
ছাত্র : বিয়ের পর মা ভাবেন যে বউ শেখাচ্ছে, বউ ভাবে যে  মা শেখাচ্ছে!

আজকের দিন
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
তারুণ্য তো জলপ্রপাত ! বাগিচায় বুলবুলি ! 
রূপে রসে বর্ণে গন্ধে চমকিয়া চুলবুলি। 
পৌঁছে গেলে পঞ্চাশে
ছৌ নাচে ও মন-চাষে
প্রসন্নতায় পূর্ণ জীবন ! আহা মধুর দুধপুলি ! 

২.
চলে গেলো হায়দার। রায়দার দোস্ত। 
রায় মানে কিংশুক। রবিগানে চোস্ত। 
দোঁহে   জগুদার শিষ্য -- জয়ন্ত সাহা ! 
আজ   স্বরলিপি নিস্ব ! হায়দার ছায়া। 
রবীন্দ্র নিলয়ে --- দেখা হবে দোস্ত !!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 

Post a Comment

0 Comments