জ্বলদর্চি

গত ৫ বছরের মধ্যে এবারে উষ্ণতম জানুয়ারি-র বাতাবরণে বিদ্ধ বঙ্গবাসী!

গত ৫ বছরের মধ্যে এবারে  উষ্ণতম জানুয়ারি-র বাতাবরণে বিদ্ধ বঙ্গবাসী! 

১১ জানুয়ারি '২০২১

১) মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় এবার খোলা হল নাথুরাম বিনায়ক গডসে-র জ্ঞানশালা! তার জীবন ও বিচারধারা সম্পর্কে শিক্ষাদান করা হবে। 
২) গত ৫ বছরের মধ্যে এবারে  উষ্ণতম জানুয়ারি-র বাতাবরণে বিদ্ধ বঙ্গবাসী! 
৩) শুভ্রজিৎ মিত্র-র পরিচালনায় ৬০ বছর পর বড় পর্দায় "অপু" আবার ফিরে আসছে "অভিযাত্রিক" ছবিতে। 

৪) ব্রিটেন এবং আমেরিকাকে বিশ্বাস নেই, পাশ্চাত্য করোনা-ভ্যাকসিন নিষিদ্ধ হল ইরানে! 
৫) সিডনি-তে ভারত বনাম অষ্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হল। 
৬) আসন্ন প্রজাতন্ত্র দিবসে ১৬ বিহার ব্যাটেলিয়ন- এর শহিদ ৫ জন সেনাকর্মীকে দেওয়া হবে মরণোত্তর সাহসিকতার পুরস্কার! 
৭) উত্তর মেরুর উপর দিয়ে উড়ে পৃথিবীর দীর্ঘতম আকাশপথ পাড়ি দিয়ে দেশে ফিরে এলেন এয়ার ইন্ডিয়া-র মহিলা পাইলট বাহিনী!
৮) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দেশের ৩ কোটি করোনাযোদ্ধাগণের টিকাকরণের খরচ বহন করবে কেন্দ্র! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, মধ্যবিত্তের অদ্ভুত একটা কষ্ট আছে! 
বল্টু : কি কষ্ট? 
পাপ্পু : মায়ের কাপড় মেয়েরা পড়ে, কিন্তু বাবার ধুতি ছেলেরা পড়তে পারে না।

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
পুষ্টি শিক্ষা 
তুষ্টি দীক্ষা 
বাদ দে বে! 
ভাত দেবে
মুষ্টি ভিক্ষা। 

২.
বাংলা ব্যান্ডের জলসা, প্রচার ব্যান্ডেলে। 
ধৈর্য্যহারা দর্শকে মঞ্চ ভরে স্যান্ডেলে। 
ঢের চালাকি 
টাকা বাকি --
শিলা-সিধু কেউ ওঠেনি প্যান্ডেলে।

পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments