আধুনিক চিত্রশিল্পের ইতিহাস -৩০/ শ্যামল জানা

আধুনিক চিত্রশিল্পের ইতিহাস -৩০ শ্যামল জানা রেডিমেড ও সেকশন ডি’ওর গিয়োম আ্যপোলোনীয়ার সৃষ্ট অরফিজম্-এর পক্ষে সর্বতোভাবে যে চারজন চিত্রশিল্পী ছিলেন, তাঁরা হলেন— ডিল্যুনে, লেজার, পিকাবিয়া এবং দুশাম্প৷ ১৯১২ সালে আঁকা ডিল্যুনে-র Simultaneous Windows নামের সিরিজ ছবির একটি আমরা দেখেছি৷ যেখানে প্রিজম্-এর বর্ণচ্ছটার রঙকে তিনি আলাদা আলাদাভাবে ব্যবহার করেছিলেন, এবং ছবি থেকে প্রাকৃতিক বাস্তব দৃশ্যকে সম্পূর্ণ বাদ দিয়েছিলেন৷ এর ঠিক পরে পরেই ১৯১৩-১৪ সালে লেজারও একটি সিরিজ পেন্টিং আঁকলেন৷ নাম দিলেন— Contrastes of forms(ছবি-১)৷ এখানেও তিনি সম্পূর্ণ জোর দিলেন রং(Colour), রেখা(Line) ও গঠন(Form)-এর ওপর৷ কিন্তু, তাঁর এই ছবিতে বিমূর্ততার সব গুণগুলি থাকা সত্ত্বেও একে বিষয়বস্তু বহির্ভূত ছবি বলা হল না৷ কারণ, এই ছবিতে আধুনিক জীবনে যে যান্ত্রিকীকরণ শুরু হয়েছে, সেটিই বিষয় হিসেবে ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল৷ তাই, অ্যাপোলোনীয়ার তাঁর “Les Peintres cubists” বইতে স্পষ্টভাবে বললেন— এই ধরনের ছবিকে বড়জোর অ্যাবস্ট্রাক্ট কিউবিজম্-এর সূত্রপাত বলা যেতে পারে, কিন্তু আমরা যে নতুন বিশুদ্ধ ছবি(Pure paintin