Today is the 7th February, 2021
আজকের দিন
বাংলায় --- ২৪ মাঘ রবিবার ১৪২৭
পেশায় ইঞ্জিনিয়ার নারায়ণ সান্যাল ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখকও। নিত্য নতুন বিষয়বস্তু নির্বাচন ছিল তাঁর রচনাশৈলীর এক বৈশিষ্ট্য।জীবনের অভিজ্ঞতায় লেখা তাঁর বকুলতলা পি এল ক্যাম্প ও দন্ডক শবরি গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচত। এছাড়া বিজ্ঞান, শিল্প স্থাপত্য ভাস্কর্য ও সামাজিক, ঐতিহাসিক উপন্যাসও লিখেছেন। ২০০৫ সালে আজকের দিনে তিনি প্রয়াত হয়েছিলেন।
রবীন্দ্রনাথের স্নেহধন্য বিধায়ক ভট্টাচার্য ১৯০৭সালে আজকের দিনে জন্মেছিলেন। শান্তিনিকেতনের এই শিক্ষক ভারতের একজন প্রখ্যাত নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিকও ছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম দিককার মঞ্চ অভিনেতা ও নাট্যকারদের অন্যতম।
রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিনোদবিহারী মুখোপাধ্যায় ১৯০৪ সালে আজকের দিনে জন্মেছিলেন। বাঙালি এই শিল্পীর প্রিয় মাধ্যম টেমপেরা হলেও তেল রং ও ম্যুরালেও দক্ষতা ছিল। ১৯৩৮ -১৯৪৮ পর্যন্ত শান্তিনিকেতনে বাসকালে শান্তিনিকেতনের বিদ্যালয় জীবন ও তার চার দিক নিয়ে সেরা ছবিগুলি এঁকেছেন। সন্তোষালয়, শান্তিনিকেতন বাড়ি, কলাভবনের ছাত্রাবাস, পুরনো অতিথিশালা, চীন ও হিন্দিভবনে এমন সব ভিত্তিচিত্র (মুরাল) সৃষ্টি করেছেন, যা তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হিসেবে গণ্য হয়।
ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ঔপন্যাসিক চার্লস ডিকেন্স ১৮১২ সালে আজকের দিনে জন্মেছিলেন। পুরো নাম চার্লস জন হাফ্যাম ডিকেন্স (Charles John Huffam Dickens)। ইনি ইংরেজি সাহিত্যে প্রবাদপ্রতিম বেশ কয়েকটি উপন্যাস ও চরিত্র সৃষ্টি করেছিলেন। যেকারণে জীবদ্দশাতেই পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থাবলী দ্য পিকউইক পেপারস, অলিভার টুইস্ট,নিকোলাস নিকোলবি, দি ওল্ড কিউরিওসিটি শপ, ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ ইত্যাদি।
বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং নাট্য রচয়িতা হ্যারি সিনক্লেয়ার লুইস ( Harry Sinclair Lewis) ১৮৮৫ সালে আজকের দিনে জন্মেছিলেন। তাঁর রচনায় আমেরিকার মধ্যবিত্ত সমাজের উদ্দেশ্যহীনতা ও একঘেয়েমির কথা বিবৃত হয়েছে। তাঁর প্রাকৃতিক লিখনশৈলী ও বিষয় নির্বাচনে স্বচ্ছতা পরবর্তীকালের লেখকদেরকে ব্যাপকভাবে প্রভাবান্বিত করেছিল। ১৯৩০ সালে প্রথম মার্কিন লেখক হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত হন।
মনীষী উবাচ :
যে দুনৌকোয় পা দেয় না; সে যখন একটা নৌকোয় থাকে তখন অন্য নৌকোটাকে পিছনে বেঁধে রাখে।
(রবীন্দ্রনাথ ঠাকুর)
-----------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
----------------------------------
পেজ-এ লাইক দিন👇
আরও পড়ুন
0 Comments