৩১ মে ২০২১

Today is the 31 May, 2021 আজকের দিন বাংলায়---১৬ জ্যৈষ্ঠ সোমবার ১৪২৮ মুঘল সম্রাজ্ঞী নূর জাহান ১৫৭৭ সালে আজকের দিনে জন্মেছিলেন। পিতৃদত্ত নাম ছিল মেহেরউন্নিসা।সম্রাট জাহাঙ্গীরের এই প্রধান মহিষী ছিলেন বলিষ্ঠ, সম্মোহনী, তৎকালে উচ্চশিক্ষিতা, সবচেয়ে প্রভাবশালী নারী। জাহাঙ্গীরের সময়ে মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব একপ্রকার তাঁর হাতে ছিল। ভারতের মারাঠা মালওয়া রাজ্যের রাণী মহারাণী অহল্যাবাঈ হোলকার ১৭২৫ সালে আজকের দিনে জন্মেছিলেন। ভারতের একজন মহান এবং অগ্রণী মন্দির নির্মাতা। তিনি সারা ভারতে শত শত মন্দির ও ধর্মশালা নির্মাণ করেছিলেন। তিনি তাঁর রাজধানী নর্মদা নদীর ওপর ইন্দোরের দক্ষিণে মহেশ্বর অঞ্চলে সরিয়ে নিয়ে যান। স্বনামধন্য বাঙালি কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ১৮৩৪ সালে আজকের দিনে জন্মেছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ সদ্ভাব শতক। এই বইটির অধিকাংশ কবিতা নীতিমূলক, যা সুফী এবং হাফিজের ফার্সি কবিতার অনুসরণে রচিত। তাঁর রচনা প্রসাদগুণসম্পন্ন এবং তাঁর কবিতার অনেক পংক্তি প্রবাদবাক্যস্বরূপ, যেমন: ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথি