জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ দেবাশিস তেওয়ারী

গুচ্ছ কবিতা 
দেবাশিস তেওয়ারী


বিদ্যুতের ঋণ

মন্ত্র ভাসমান, মন্ত্র ইহ যন্ত্রে চলাফেরা করে
মনুষ্য প্রহরে
মানুষের বিষবাক্য ভেসে গেলে জলে
মন্ত্র কথা বলে
কী বলে মন্ত্রের পুঁথি, মুগ্ধ মুগ্ধতর
সমস্বরে ঘোরাফেরা করো
মাঠে মারা যায় প্রাণ, সমস্বর বিছানা-বালিশে
ইঙ্গিতের রাস্তা ভাঙে পায় না কোনও দিশে
যন্ত্র চলাফেরা করে, কথা বলে সমাগত দিন
 বিনামেঘে চমকে ওঠে বিদ্যুতের ঋণ ! 



অভাব

বসন্ত বাতাস চেনে, জায়গা চেনে না
তাই এত ভরতি ফলে বেড়ে যায় দেনা
দেনার পাহাড় নাকি লাভস্য লাভ
সবকিছু পড়ে আছে— জায়গার অভাব ! 



কামনার স্তোক

তীর্থে তীর্থে ভাড়া পায় মৃত্যু। নদীটির স্বদেশ সীমানা। শান্তিপুর বারানসিধাম গোবিন্দপুর কালিকাঞ্জলি মায়াপুর প্রভুপাদ হরিষে বিষাদ। জাতকের গল্পে গীত সূচারু রমনী— যাতনার গালগল্প শুনে পার হয় মজা নদী, বেআব্রু ঠিকানা। তখন তীর্থে পড়ে মার খায় তস্করের কোপ। বাকতীর্থে জমে ওঠে দু'দিনের যোগীপুঞ্জ, হত্যে দিয়ে পড়ে থাকে নরমেধ রসামাংস, কড়া পাক কামনার স্তোক।



পুঁজি

মাড়িও না পিষে দিক চাকা
বিস্রস্ত কেশ এসে ঢেকে দিক দিন
পরে পরে বেড়ে গেলে টাকা
দেনাটি শুকিয়ে মরে তার শুকনো পাখা
আলগোছে তুলতে গিয়ে দেখি
ভাগ্যটি পরাঙ্মুখ 
পড়ে থাকে ষটচক্র— সব লেখালেখি । 



নিশ্ছিদ্র প্রহরী 

মদের মাথায় ওঠো, তারপর ভেদবমি হোক
জায়গাজমি ফাঁকি পড়ে থাক
লিভারে জমুক ফ্যাট, সিরোসিসে ফুলে যাক পেট
লাভের অঙ্ক বলতে প্যালপিটিশন
গাঁটগচ্চা, ঝুলি থেকে বের হোক বেড়াল-সীমানা
আমি তো প্রহরীমাত্র, ছিদ্রহীন জাগি,
পেটে নেই দানা । 



টুকে রাখছে

জেগে থাকে অংশুমান মাথা
বিক্রি হয় না স্বদেশভূষণ
অঙ্গ নড়ে অঙ্গ থেকে একটা-দু'টো খাতা
টুকে রাখছে সমাজদূষণ...!


জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

4 Comments

  1. আগে যত কবিতা পড়েছি , তার তুলনায় যথেষ্ট ভাল। তৃপ্তিদায়ক । বেশ সাবলীল । ভাষাও বেশ লিরিক্যাল ।
    সুচারু বানানটি সম্ভবত অনিচ্ছাকৃত ভুল।
    দেবাশিসের গতি অপ্রতিরোধ্য ।
    শুভেচ্ছা।।

    ReplyDelete
    Replies
    1. চিরপ্রশান্তদাকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।

      Delete
  2. আগে যত কবিতা পড়েছি , তার তুলনায় যথেষ্ট ভাল। তৃপ্তিদায়ক । বেশ সাবলীল । ভাষাও বেশ লিরিক্যাল ।
    সুচারু বানানটি সম্ভবত অনিচ্ছাকৃত ভুল।
    দেবাশিসের গতি অপ্রতিরোধ্য ।
    শুভেচ্ছা।।

    ReplyDelete
    Replies
    1. ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবধানে থাকুন। আরও লিখুন।

      Delete