জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/(উৎসব ১৪২৮)/অনুপম পালধি


গুচ্ছ কবিতা 

অনুপম পালধি



স্বাস্থ্য 

শরীরটা ঠিক নেই 
পাশ কাটিয়ে চলে যায় সেনাপতি মাহাত
হাতে ধরা ওষুধের সপ্তগিরির প‍্যাকেট
ফাজিল চাউনি করুণার হুড্রু ফলস

কানেকানে কথাকলি কি বলে এত
পুনর্নির্মাণ শব্দকুঞ্জে টপকায় পাথরের দেওয়াল
মৃত্যু দগ্ধবেশে দৌড়ায় মৌন মন্তরে
অচ্ছুৎ করে রাখে নিঃশ্বাসের হতশ্রী 

প্রতীক চিহ্নে সংসার বাঁধে কূর্ম শরীর  
শ্মশানযাত্রীর মিছিলে আইনি আকবরি
দেহ থাকে দেহভোগে জর্জরিত 
স্থাস্থ‍্যসঙ্গী সাজায় কাঠের বিছানা



খাদ্য

রেলের গোডাউনে পচা গম কুড়ায় সাহানা, ফারুকের কচিকাচার দল
অ‍্যালুমিনিয়ামের বাটিতে ওঠে খাদ‍্য খাদক  ক্ষুধায় নিঃশব্দ জলভরা কালো দানা 
সিঁদুরে মেঘ দেখে মজুত রাখে আগাম ভবিষ্যৎ 

রেল রক্ষীর লাঠি খোঁজে কানামাছির দৌড়
গুপ্ত সুড়ঙ্গ জেগে তোলে উদ‍্যোগ দুর্গ
পাতাল নগরী মুখবন্ধ সাঁটে স্ট্রীট ল‍্যাম্পে
স্ব-রোজগার প্রকল্প মান‍্যতা পায় রাষ্ট্রীয় কাঠামো 

সিমেন্ট বাঁধাই  গাছের নিচটা ওদের ডাইনিং হল
রাস্তার ওপাশে সাজানো খাবারের দোকান  সারি
ইডলি, ধোষা, বিরিয়ানীর সুবাসে বকুল বাতাস
বেকারির উচ্ছিষ্ট পাঁউরুটি চায়ে ডুবিয়ে আহার সারতে ব‍্যস্ত অর্ধভূক কিশোর কিশোরীরা।



যৌবন 

যৌবন অর্তকিতে ঢোকে দেহমহলে সুনামির রূপে 
পুরুষের চক্ষু খিদে আগাম সর্তকবাণী ধরায়
ফুটপাতে শুয়ে থাকা চামড়ার কাঠামোয় 
উপনিষদ ভেসে বেড়ায় আরবসাগরের মোহনার চরে
শাড়ির সিকুইন,কস্টিউম জুয়েলারি, গয়নায় ফুলের নকশা সুন্দরী টিভি কাঁপায় নারী দিবসে
পাড়ার প্রাণনাথ বিদ‍্যা নিকেতনে বুকে গামছা জড়িয়ে মিড ডে মিল রাঁধে অপ্রাপ্তবয়স্কা মা

আট মাসের দুধের বাচ্চাটা বারান্দায় 
হিসি করে কাদা হাতে খিলখিলায় মহাদেব বেশে

নদী বাঁধে মেয়েদের লাইন ত্রাণের অনুদানে
শাড়ি কাপড়,কম্বলে জমেছে আকাশের মুখ 
দুরে দাঁড়িয়ে খালি হাতে ময়নার মা
কাপড় চোপড় কিছু পাওনি 
বাবুর প্রশ্নে ভীত কন্ঠস্বর প্রতিবাদী শব্দ

কাপড় না। মেয়েদের ছোট প‍্যান্ট দাও না গো
কাতর  আর্তি ঝোড়ো হাওয়ায় সীমান্তভূমি 

ফিরে যায় ওদের দল
কালো মেঘ আবার জল ছড়ায়
বাতাসে বাড়ে দানবের দৌড়
ময়নার মা ফিরে আসে ত্রিপলের ঘরে

খড়ের বিছানায় শুয়ে অসাড় পনেরোর ময়না বাইরের বৃষ্টি কি ভাবে ঢোকে চক্ষু মন্দিরে
ময়নার মা থুড়ি যৌবনের মা দ‍্যাখে
ভিজে গেছে কাঁথা ঋতুচক্রের পরিবর্তনে।



বাসস্থান

পাখিরালয় পাখিদের স্থায়ী ঠিকানা নয়
বাসা ছেড়ে ডানা ঝাপটে উদ্বাস্তুর সেফ হোম
জঙ্গলরাজ আস্তানা গড়ে ম‍্যানগ্রোভ ঝাড়ে
সাগরের তলানিতে কুমির ছানার লিভিংরুম
বাদুড়ের নিশিযাপন ঝুলন্ত তেঁতুল ডগায় 

বস্তিপাড়ায় আজ স্বাধীনতা উৎসব 
গৃহহীন পাবে ঘর রাজকোষের উৎকোচে
পুড়ে খাক ছাইয়ের পেছনে বিরাট মঞ্চ
মাইকে ঘোষণা প্রাপকের নামের তালিকা 

প্রধান অতিথির আসন চিত্রকরের কাঁথাস্টিচ
প্রথম চাবি হাত বদলাবে বিন্দিয়াভাবির করে
মুক্তাঞ্চলে বনহাওয়া গায়ে বনপথে মহুয়া ফুল 
ঝরনাতলা শিস্ মারে মহানদীর মৃত্যুপুরী
 
বিন্দিয়ার চোখে জ্বলন্ত তরল লোহার অগ্নিবলয়
এই লোকটাই কালো কাপড়ে ঢেকে বৃষ্টি রাতে 
ঢুকেছিল ওর ঘরে   
চেয়েছিল অমাবস‍্যায় জ‍্যোৎস্নার পরাগরেনু মেশাতে
সিংহবাহিনীর রুদ‍্রর্মূতির হুঙ্কারে পালিয়েছিল
যাওয়ার আগে শাষানি "দেখে নেব"

ভোরবেলা আগুনের দাপাদাপি আজাদ হিন্দ বস্তিতে
জ্বলছে ঘর, পুড়ছে মন, ফুঁসছে শরীর
জলের ঝাপটায় শীতল ছোঁয়ায় কয়েক ঘন্টায় 
ছাইয়ের গুদামঘর

ভালো বাসা ও বাসা বদল
দুইই স্ব স্ব ইচ্ছায়  স্বাধীন


জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

0 Comments