জ্বলদর্চি

আবীর ভট্টাচার্য ও তাপসকুমার দত্ত-র কবিতা

সমর্পন
আবীর ভট্টাচার্য্য 
        
কন্ঠস্বর উচ্ছাসে ওঠে  রেঙে
     আখরে আনত অপরূপ মোহ ঋণ
       নৈঃশব্দের স্বেচ্ছা আগল ভেঙে
    এসো সখা গড়ি অমেয় সুখের দিন।

প্রেমের গভীরে উদ্ভাসে যদি অভিমান মন্ত্রনা
বড়ো একাস্বরে ডেকেছে তোমায় কেউ
স্বর আকুলিত ঐ যেন কার  সুবিজন যন্ত্রনা
বন মর্মরে স্পন্দিত শোনো বিরহী মনের ঢেউ

         স্বরে স্বরে গাঁথা হার্দ্যিক মনোভার
            সংলাপ-স্রোতে যদি হয় সুস্নাত
          বিনিদ্র রাতে নেমে আসে আশরীর
             স্বর-আশ্লেষে ধন্য যাপন ক্ষত…


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



ছায়াপথ
তাপস কুমার দত্ত

আকাশের বেশে রঙ কালি মেখে ইচ্ছে মিলেছে ডানা
 চিতার আগুনে ঝলসে গিয়েছে স্বপ্নের শামিয়ানা।
দ্বীপান্তরের  দুয়ারে দুয়ারে প্রেয়সীর  হাহাকার
নয়, আর নয়, বন্ধ দ্বারের উন্মাদ অভিশাপ।

এসো আজ এসো পৃথিবীর ঘরে বোধদয় উৎসব 
মিলেমিশে আজ আবির আকাশ ক্ষনিকের ছায়াপথ। 
আঁধার আলোতে গ্রহনের ছায়া, দিন কে দিয়েছি ছুটি
ফিরে আসে যায়, দগ্ধ চিতায়, পোড়া স্বপ্নের দাপাদাপি।

বিষ বৃক্ষের উদাসী স্রোতে হারিয়ে গেছে বন্য সুর
শূন্য ধোঁয়ার পথে পথে আজ ক্যানভাস ভরা তোমার নূপুর। 
তোমার হাসির অলিতে গলিতে মৃত্যু বুনেছি শেষে 
যত ফিরে যাই, ফিরে ফিরে চাই অজানা পথের স্রোতে।

Post a Comment

2 Comments

  1. খুব ভাল লাগল আপনার কবিতা।
    আগামী দিনে আরও ভাল লেখার অপেক্ষায় রইলাম

    ReplyDelete