জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /অষ্টপদ মালিক

গুচ্ছ কবিতা
অষ্টপদ মালিক

বইমেলা

লোহা চূর্ণের মত ঝাঁকে ঝাঁকে
লক্ষ লক্ষ বইপ্রেমী ছুটে যায় ।
প্রতিটি বই এক একটি চুম্বকের মত ।

ঝকঝকে মনোহারী মলাট
সুন্দর লোভনীয় নামকরন
ভিতরের মণি মানিক
সারা জীবনের পাথেয় হতে পারে
প্রিয় বইমেলা
তোমার উপহার বুকে জড়িয়ে নিলাম ।


অধর্মের ছায়া

একমুঠো ভাত
চোঁয়া মুড়ি
পোড়া রুটি
এইতো জীবন
আনন্দময় লুটোপুটি ।

 সব ফেলে ছুটে যায়
 মরে বাঁচা মানুষ
 ধর্মের বিকৃত আখড়ায় ।


  নিজস্ব ফাঁদ

   ডাস্টবিন মন
   লুকানো জীবন   অন্তঃসারশূন্য 
   পথে পথে পেতে রাখে
   মাকড়সার জালের মত
   মারণ ফাঁদ !

মরে বাঁচা মানুষ

সারা জীবন ওদের পেটের চিন্তা করতে হয়
ওদের ভালো আছি জীবনে
আনন্দ আর চোখের জল এক হয়ে যায় ।

যাপিত জীবন পিছনে ফেলে
হা-অন্ন হা-ঘরে মানুষগুলো
ধর্মের নেশায় পাগলের মতো ছোটে। 


পরীক্ষা

আজ তোর পরীক্ষা
মন দিয়ে বই পড় খোকা
মায়ের কথায় ছেলে
বইয়ের পাতায় মুখ গুঁজে বসলো
আসলে মা ঠিকঠাক জানেনা
পরীক্ষা প্রতিদিন এমনকি
সারা বছর ধরে চলে ।


পান্ডুলিপি

    অতীত বড় ধূসর
    ভালোবাসার পান্ডুলিপি
    শেষ বেলায় শুধু অনুতাপ করে
    দিন বদলের দিনলিপি
    বুকের খাঁচা ভেঙে
    চুরি করে মূল্যবোধের চাবি ।

 
 বাঁচার শিক্ষা

    দলবেঁধে পিপীলিকা
    একই বাসায় খাবার সঞ্চয় করে
    সবাই তারা মিলেমিশে ভাগ করে খায় ।
    আমরা মানুষ
    পিপিলিকার কাছ থেকে
    মিলেমিশে বাঁচার শিক্ষা নিতে পারেনি
    একা বাঁচার দিন কি ভয়ানক !


 উন্নয়ন 

    না খেতে পাওয়া মানুষের যন্ত্রণা
    পরিসংখ্যানের পাতায় থাকেনা
    দেশে এগিয়ে যায়
    দেশবাসী অন্ধকারে পড়ে
    উন্নয়ন হাতড়ায় ।


গন্তব্য

    ধাপে ধাপে এগিয়ে যাই
    অজানা পৃথিবীর রূপ রস আস্বাদন করতে
    গোলাকার পৃথিবীর ঘুর পথে যেতে যেতে
    থমকে দাঁড়াই 
    সামনে গভীর খাত !


চকমকি

চকমকির মতন আমাদের মন
নিবিড় অধ্যয়ন ছাড়া
সে জ্বলে ওঠেনা
মানবিক গুণ ফুটে ওঠো
ফুল হয়ে নয়তো আগুন হয়ে।

Post a Comment

1 Comments