এলোমেলো -২/ মলয় জানা
জ্বলদর্চির সভাকবি
মুঠোফোনেই গুঁতো মারে,
" কবিতা লেখো,
ফোনেই প্রকাশ পাবে"।
নরসিংহ মাস্টামশাই,
গাড়ি থামিয়ে বলে,
" কবিতা লেখো দাদা,
বই ও হতে পারে"।
পুলক জাগে মনে।
কবিতা লিখে কবি হব,
লোকে কত গুণ গাইবে
কবিতা লিখি তবে।
খাতা পত্র গুছিয়ে নিয়ে
শক্ত হাতে কলম ধরি।
বিষয়টা কী হবে???
একশ দিনের টাকা বাকী,
হাজার দিনে মাথা মুন্ডন,
বস্তি জ্বলে, মানুষ মরে,
দেওয়াল ভেঙে ছাওয়াল মরে,
ছাওয়ালের বাপ দিল্লি ছোটে,....
এসব নিয়ে লিখব যখন,
হঠাৎ দেখি " কাজী" সাহেব,
হিসহিসিয়ে বলেন হেঁসে,
"এই যে ছোঁড়া,
আমায় কি তুই চিনতে পারিস?
আমার কথা ভুলে গেছিস?
এখন কিন্তু ঘোর কলি!!!"
তড়াক করে লাফিয়ে উঠি,
সামনে দেখি ঝুলছে রফিক,
মেঝেয় পড়ে কাঁপছে রাসু
অক্কা পাওয়ার আগে।
ভয়ে থর থর কেঁপে কেঁপে,
কলম টাকে ঘুরিয়ে ধরে,
ভাবি অন্য কথা।
লিখি না কেন, পিরিত নিয়ে?
এই ধরো না নিজের পিরিত?
তোমার চলে যাওয়া!!!!
" নিবিড় নিশীথে অন্ধকার এলে
আমি রাজা হই,
আমার চেতনায় রাজতন্ত্র চলে।
আমি আজ ও দেখি,
নিভু নিভু আলোয় বসে,
তুমি লিখছ লেখন
" ভালো থেকো, সাবধানে থেকো।"
এ লেখন পড়েই আমি
হয়ে যাই দাস।
তোমার ক্রীতদাস।
হঠাৎ আলো,
উধাও তুমি,
সত্যি সত্যি উধাও তুমি।
তবুও খুশী!
স্বপনে মিলিত দোঁহে
জাগরণে ব্যবধান হয়।।
লেখার পরে নিজেই ভাবি
" এ কীমিদম্????
পদগুলো সব বাঁধা আছে
আখর বাঁধনে,
বুকের ভেতর শোক ও আছে,
তাই বলে কি শোলোক হবে??
মানবে লোকে শোলোক বলে????
দিব্যি করে বলতে পারি
একটিও নেই বানানো কথা।
যা লিখেছি সব সত্যি
উপচে পড়া ভাব।
তাই বলে কি কাব্য হবে?
স্পন্টেনিয়াস
ভাব ভাববে কেউ????
কাব্য মানে মাথায় মুকুট,
পায়ের নুপুর ঝুমুর ঝুমুর,
বুকের পরে দুলবে মোটা হার।
সাতনরি হার দূরের কথা,
নোলকটিও নেই।
গহনাহীন সাদামাটা,
এসব কথা
কাব্য বলে গ্রাহ্য হতে পারে???
কিংবা ধরো চলনখানা,
এলোমেলো এগিয়ে চলা,
বাঁধনে তেমন মাধূর্য নেই,
ক্যাটওয়াকের ছায়া ও নেই,
সৃষ্টিছাড়া এমন রীতি
এ কি কাব্য হয়???
কল্পনাতেই কাব্য হয়,
সে সব হবে " কসমিক"।
তেমন কিছু আছে নাকি??
আচ্ছা বল " মিস্ট্রি" আছে??
যেমন ধর--
পদ্মখানি ঘাটলে পরে
বুঝতে হবে পুলক জাগে!!
লেখায় কিছু তেমন আছে????
মিস্ট্রি আছে হিস্ট্রিতে,
কেমন করে এলে তুমি,
কেমন করে হারিয়ে গেলে,
সেটাই তো বিস্ময়।।
কিংবা ধর, ধ্বনি ও রস,
সে সব খুঁজে ও হতাশ হবে।
শোক তো আছে,
করুণা কোথায়??
রতিতে কি কাব্য হয়???
শৃঙগার চাই, শৃঙগার!!!!
শরীর খানা খুঁড়ে দেখো
ওসব কিছু নেই।।
বুঝেছি ভাই,
কাব্য এতো সহজ নয়,
বড্ড কঠিন কাজ।
লেখক হবে হৃদয়বান,
পাঠক হবে হৃদয়বান,
তবেই হবে কাব্যখানি,
ভাবের বাহী
সহৃদয় হৃদয়সংবাদী।
আমার মতো নিঠুর মানুষ,
না কিনেও যে ইচ্ছে সুখে,
মুরগী কাটা দাঁড়িয়ে দেখে,
তার দ্বারা কি কাব্য হয়???
নৈব নৈব চ।।
0 Comments