জ্বলদর্চি

পুষ্পেন্দু বিকাশ বাগ ও নরেন হালদার-এর কবিতা

পুষ্পেন্দু বিকাশ বাগ ও নরেন হালদার-এর কবিতা 

 ভার
পুষ্পেন্দু বিকাশ বাগ

বুকের ওপর আস্ত গন্ধমাদন সরিয়ে
খুঁজে এনেছি একগাছা বিশল্যকরণী।
তাতেও মেটেনি আশ, খুঁজেছি; খুঁজে চলেছি-
বহু খোঁজার পর; অবশেষে পেয়েছি
একখণ্ড মনের মতো জীবনবেদ।

জীবনের ভার নেমে যাওয়ার কথা ছিল,
মন খারাপের মাশুল দেওয়ার বন্ধ দ্বার-
আকাশ ভরা মেঘ নির্মল ফানুস কথা
সর্বহারার, সব পেয়েছির জীবনবোধ।
     
একছিলিম মন ফেরানোর কথা নিয়ে
একবুক মিথ্যে আশার বুক চিতিয়ে
জীবনতরীর খেয়ায় ভরা জীবন কথা
মন ভোমরা; তেপান্তরের দৃষ্টি ব্যথা।
ঘুমভাঙা
নরেন হালদার

চোখের উপর থেকে পাতা সরে গেলে
আলো আসে, পরিষ্কার হয় ছেলেখেলা।
এক সময় যা ছিল প্রবলভাবে ত্যাজ্য -
ঘন ঘোর মুক্ত হয়ে ফোটে প্রান্তরের সহজ মেলা।

যে ছেলেটা রোজ ঘুম থেকে উঠে গান গাইত - 
যে মেয়েটা রোজ উঠোন নিকানোর পরে পাড়া বেড়াতো -
বাসা থেকে বাসা ঘুরে ঘুরে মন তুলতো - 
বোধের পরে এসে ঘুম ভাঙানোর প্রয়োজন হতো না আর।

ঢাকা পাতা আর খোলা জানালা থেকে আকাশ 
আর ভিড়ের মাঝে থেকে দেখা প্রতিটি মুখ
কোনো আলাদা বৈশিষ্ট্যে এক হয়ে যায় কিনা।

এই বেলা খুঁজে নেব যদি থাকে কোনো অসুখ।

Post a Comment

0 Comments