জ্বলদর্চি

শ্রীচেতা বন্দ্যোপাধ্যায় ও ভবেশ মাহাত-র কবিতা

শ্রীচেতা বন্দ্যোপাধ্যায় ও ভবেশ মাহাত-র কবিতা 

চলিষ্ণু
শ্রীচেতা বন্দ্যোপাধ্যায়

আলেয়ার হাতছানি
ভাবি ঋতসুখ।
জন্ম জাগর এক
অন্ধ শামুক,
খোয়াবে পদ্মরাগ
হায়ন কাটায়,
ভাঙা খোল
ভেসে যায়
ধূসর মায়ায়।
সাধারণী 
পাড়ি দাও
অনন্যতায়।


উপলব্ধি 
ভবেশ মাহাত 

এভাবেই ভুলে যেতে যেতে 
একদিন নিজেকেও ভুলে যেতে হবে
সেদিন সমস্ত শরীরটাকে মনে হবে একটা চোখ 
একটা পা, একটা ঝামেলা কিম্বা একটা উঠোন।
এই ভুলে যাওয়া আর মনে রাখার মাঝখানে 
একখানা হাত এঁকে নাও,
এবার সারা শরীর হাতড়ে দেখ......….
কার এই হাত, কত নম্বর কিংবা এর প্রয়োজনীয়তা? 
শুধু মনে রাখতে হবে শরীর এক আছে কি-না! 
যদি সমস্ত হিসেব মিলে যায়
তাহলেই জানবে তুমি ব্রহ্মত্ব লাভ করেছ।
এবার হাত পা গুলো ঠিক ঠিক জায়গায় বসিয়ে নাও।

Post a Comment

0 Comments