জ্বলদর্চি

মনোবেদনা /সুমিত্রা মাহাত

মনোবেদনা

সুমিত্রা মাহাত

দলবদ্ধ লড়াই এ জিতে গেছে
কৃষকের দল।
হেরে গেছে জঙ্গল কামড়ে পড়ে থাকা
বনবাসী।
 শিক্ষার অভাবে চিরকালই 
লড়াই এ পিছিয়ে এরা।
হাহাকার পড়েছে চারিদিকে
সম্পদ লুটপাটের-
সভ্যতার জয়ধ্বজা হাতে-
বুক ফুলিয়ে,বীর দর্পে , এগিয়ে চলেছে সভ্য মানুষ;
কোথায় থামবে জানা নেই,
বুনো অভ্যাস ছেড়ে দিতে হবে এবার -
রাজার আদেশ। 
বিদেশিরা যা পারেনি
পেরেছি আমরা।
সফল হোক সবাই ,
সভ্যতা হোক আরো উন্নত -
বুনো গন্ধ মুছে ফেলতে পারি না শুধু আমি,
প্রকৃতিই শ্রেষ্ঠ বিচারক,
বিচারের মানদন্ড থাক তারই হাতে।।

কাঁসনদী 

পলি ভরে ভরে ডান তীরের জমি
হয়েছে উর্বর।
যথেচ্ছ ফলেছে লঙ্কা, বেগুন, ফুলকপি।
বামতীর ঠেলে বইছে জলস্রোত,
নদী ওকূল ভাঙ্গে, একূল গড়ে।
স্রোতের ভাঙ্গন আটকাতে মানুষ
গাছ লাগিয়েছে সারি সারি।
এবছর কাঁস এর শোভা ছিল দেখার মতো,
ফুল ঝরে এখন শুধু গাছ দাঁড়িয়ে।
পলাশের আগুনকে বাঁকুড়া-পুরুলিয়ায় সীমাবদ্ধ রাখতে না চেয়ে,কেউ রাস্তার ধারে সারিবদ্ধ চারাগাছ রোপন করেছে। 
বিনা যত্নে সগর্বে মাথা তুলেছে তারা,
মরবার সম্ভাবনা নেই। 
লাল ফুল দেখার অপেক্ষায় , 
একরাশ প্রত্যাশা নিয়ে রইলাম।।

নারী

তুমি সৃষ্টি, 
কল্যাণ কাজে সর্বদা রাখো দৃষ্টি। 
তুমি বরাভয়,
দুর্গমতাকে চোখের পলকে করো জয়।
তুমি আশা,
বোবার বুকে জাগিয়ে তোলো ভাষা।
তুমি আঁখিজল,
শক্তিহীনে দাও বল।
তুমি আলো,
দূর করে দাও মলিনতা আর কালো।
তুমি গান,
ভগ্ন হৃদয়ে ভরে দাও প্রাণ। 
তুমি আদি,
ঘা খেয়ে হও , নিমেষে প্রতিবাদী। 
তুমিই জগৎ
অন্তরে মহৎ 
জ্ঞানদীপ জ্বেলে 
এগিয়েছো চলে...
বকমবাদ 

খেলার ছলে শস্য কিছু
দি ছড়িয়ে জানালায়;
দলে দলে পায়রা ওড়ে,
খেয়ে যেতে মানা নায়;
একটা-দুটো-তিনটে করে
অনেক করে ভীড়,
ভাবি মনে , শান্তিতে খাক
খাবার অমিল।
ঘাড় উঁচিয়ে,বুক ফুলিয়ে 
বকম, বকম,বকম;
ভয়ে মরে সঙ্গী-সাথী,
দেখে রকম,সকম।
হৃষ্ট পুষ্ট পায়রা এক
এগিয়ে আসে বেশ;
ভাগ বাঁটোয়ার নাম করে না
একাই করে শেষ। 
কামড়ে ভাগায় সব ব্যাটাকে, 
সাহস আছে কার;
বকমবাদ দেখে দেখে,
আমিও মানি হার।।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করুন। 👇

Post a Comment

0 Comments