ক্যুইজ-৮২/ সাগর মাহাত
১. সাধু রামচাঁদ মুর্মুর জন্ম তারিখ হল—
১৩০৪ বঙ্গাব্দ ১৬ বৈশাখ
১৩০৬ বঙ্গাব্দ ১৫ চৈত্র
১৩০৭ বঙ্গাব্দ ২৪ শ্রাবণ
১৩০৮ বঙ্গাব্দ ২০ মাঘ
২. সাধু রামচাঁদ মুর্মু যে গ্রামে জন্মেছিলেন—
শালবনী
পলাশবনী
কামারবাঁদি
লেকড়াখুঁদা
৩. সাধু রামচাঁদ মুর্মুর পিতার নাম—
জগজীবন মুর্মু
মোহন মুর্মু
বগদা মুর্মু
লখাই মুর্মু
৪. সাধু রামচাঁদ মুর্মুর মায়ের নাম—
ললিতা মুর্মু
কুনি মুর্মু
টেপি মুর্মু
চম্পা মুর্মু
৫. সাধু রামচাঁদ মুর্মুর বোনের নাম—
মুগলি মুর্মু
দ্রোপদী মুর্মু
হেমা মুর্মু
চেপি মুর্মু
৬. সাধু রামচাঁদ মুর্মুর নামানুসারে ইউনিভার্সিটি হয়েছে যে জেলায়—
পশ্চিম মেদিনীপুর
বীরভূম
বাঁকুড়া
ঝাড়গ্রাম
৭. সাধু রামচাঁদ মুর্মুর ১৯২৩ সালে নির্মিত লিপির নাম—
মজ দাঁদের
হরিণ দাঁদের
সাঁওতালি লিপি
অলচিকি লিপি
৮. সাধু রামচাঁদ মুর্মুর বড় ভায়ের নাম—
দুবরাজ মুর্মু
ধনঞ্জয় মুর্মু
কালিপদ মুর্মু
হরি মুর্মু
৯. সাধু রামচাঁদ মুর্মুর প্রকাশিত গ্রন্থ হল—
সারি ধরম পেলেন পঁথি-১৯৬৯
ঈশরড়-১৯৮৫
সংসার ফেঁদ-১৯৮২
সবগুলো
১০. সাধু রামচাঁদ মুর্মুর মৃত্যু হয়—
১৩৬১ বঙ্গাব্দ ২৯ শে অগ্রহায়ণ
১৩৬১ বঙ্গাব্দ ২৮ শে অগ্রহায়ণ
১৩৬১ বঙ্গাব্দ ২৭ শে অগ্রহায়ণ
১৩৬১ বঙ্গাব্দ ২৬ শে অগ্রহায়ণ
ক্যুইজ ৮১-এর উত্তর
১. মেদিনীপুর হিজিলি অঞ্চলের অধ্যক্ষ
২. ১৭২ বছর
৩. এইচ.ভি.বেইলি. সাহেব
৪. ১৯৫২
৫. মেদিনীপুর
৬. ২০১৭ সাল
৭. ১৮৭৬
৮. ১৯১৭
৯. ভারত
১০. আসাম
জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করুন। 👇
0 Comments