১. অধ্যাত্মবাদীরা গীতাকে যা বলেছেন—
চতুর্থ বেদ
পঞ্চম বেদ
ষষ্ট বেদ
তৃতীয় বেদ
২. গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রথম গীতার জ্ঞান দিয়েছিলেন—
বিবস্বানকে
মনুকে
চণ্ডালকে
ঈক্ষ্বাকু
৩. "আমি ঈশ্বরে বিশ্বাস করি না কিন্তু আপনাদের একটি জিনিসকে আমি খুব শ্রদ্ধা করি—কথাটি বলেছিলেন—
হো চিন মিন
সৈয়দ মুজতবা আলি
বিবেকানন্দ
যীশু
৪. গীতা হল—
গীতিকাব্য
মহাকাব্য
প্রবন্ধ
উপন্যাস
৫. গারো উপজাতি রয়েছে—
বিহার
ঝাড়খণ্ড
মহারাষ্ট্র
মেঘালয়
৬. 'বিড়াল' প্রবন্ধটির রচয়িতা—
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সমরেশ বসু
৭. 'সুচাঁদের স্বদেশ যাত্রা' উপন্যাসটি রচিত হয়েছে—
মারী নিয়ে
অতিপ্রাকৃত বিষয় নিয়ে
দেশভাগ নিয়ে
সামাজিক নিয়ে
৮. টুসু বিদায় হয়—
অঘ্রান সংক্রান্তি
পৌষ সংক্রান্তি
মাঘ সংক্রান্তি
চৈত্র সংক্রান্তি
৯. পোস্টমাস্টার গল্পটির রচয়িতা—
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কমলকুমার মজুমদার
সুনীল গঙ্গোপাধ্যায়
১০. cast শব্দটি castan কোন শব্দ থেকে এসেছে—
জার্মানি
চিন
পর্তুগীজ
জাপানিজ
🍂
ক্যুইজ ৮৫-এর উত্তর
১. ৭০০ টি
২. কৃষ্ণের মুখনিঃসৃত বাণী
৩. আঠারোটি
৪. অনুষ্টুপ ত্রিষ্টুপ
৫. যোগ
৬. সাংখ্যযোগ
৭. মোক্ষ সন্ন্যাস যোগ
৮. দার্শনিক গ্রন্থ
৯. যা ইচ্ছে হয় তাই করো
১০. ওড়িশাতে
🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪
0 Comments