জ্বলদর্চি

প্রেমকাব্য /নবম পর্ব /মঙ্গলপ্রসাদ মাইতি

প্রেমকাব্য
নবম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি

ভালোবাসার পথ ধরে অনেকটাই তো হেঁটে এলাম, আর কতদূর গেলে তোমার সন্ধান পাব বলতে পারো? তোমার কাছে গিয়ে বলতে পারবো-আমি সত্যি সত্যিই তোমার কাছে পৌঁছে গেলাম। এবার তুমি আমাকে তোমার মতো গড়ে নাও, আমাকে তোমার প্রাণের কথা বলো, তোমার ভালোলাগা যত গল্প আমাকে নিবিড় করে তুমি শোনাও, দেখবে সত্যিই আমি তোমার ভালো শ্রোতা, অন্তত অন্য কারুর থেকে। আমার বুকে তো ভালোবাসা কম নেই তবু কেন এখনো পাচ্ছি না মনের মতো করে তোমার কাছে পৌঁছতে? আমার ভালোবাসার ডাক কী তোমার অন্তর ছুঁতে পারেনি?
   আমার স্বপ্ন – আরও ঘন প্রেমে তোমার সাথে নিবদ্ধ হতে চাই, যেটুকু ফাঁক-ফোকর আছে তাকে ভরাট করে নিয়ে আমাদের ভালোবাসাকে আরও উজ্জ্বল-রঙিন করে তুলতে চাই। আগামী দিনগুলোতে আরও নিবিড় বন্ধনে তোমার পাশে 
থাকতে চাই, তোমার সাথে হাঁটতে চাই। যদি কোনো তোমার ভুল-ত্রুটি থেকেও থাকে ক্ষমাসুন্দর চোখে তাকে বরণ করে নিতে চাই,ধীর-স্থির-শান্ত-সংযত থেকে ভালোবাসাকে ভালোবাসার মতো করে বাঁচিয়ে রাখতে চাই। ভালোবাসা হোক এক মন্দির, ভালোবাসা হোক এক চঞ্চলা নদী, ভালোবাসা হোক পারিজাত ফুল, ভালোবাসা হোক এক মুক্ত আকাশ,ভালোবাসা হোক এক সূর্য প্রদীপ। তোমাতে আমাতে মিলে এসো সেই স্বর্গের উদ্যান গড়ি, স্বপ্ন সার্থক হোক। 
   নানান ভাবে নানান সাজে নানান রূপে তুমি আমাকে ধরা দিয়েছ, তোমার ইচ্ছের ডানা মেলে দিয়েছ আমার অন্তর মাঝে। আমার জীবনে তুমি এসেছ কখনো বৈদুর্যমণি হয়ে, কখনো হৃদয়মণি হয়ে, কখনো চোখের মণি, কখনো বা পরশমণি হয়ে। তোমার মধুর পরশে আমি বারবার তৃপ্ত হয়েছি, উদ্দীপ্ত-উজ্জীবিত হয়েছি। তবু আমার মন কেমন বেহায়া দেখো-সে নিরন্তর ভাবে এখনো তোমার কাছ থেকে কিছু পাওয়া বাকি থেকে গেছে, আরো ভালো কিছু, আরো স্বর্গীয় অনুভব কিছু। সেই অরূপ রতনের সন্ধানকবে দেবে তুমি আমাকে? অসীম – অপার ভালোলাগা নিয়ে ছেয়ে থাকো সর্বক্ষণ, তোমার ভালোবাসা আমার বুকের অতল গভীরে এক অদ্ভুত লীলাকার্য চালায় - তুমি প্রতিনিয়ত আমার মধ্যে নির্মাণ হতে থাকো। তুমি আমার কাছে এতটাই সুন্দর আমার কোনো নির্মাণে তুমি আর শেষ হও না, যেখানে শেষ করি পরক্ষণেই সেখান থেকে আবার শুরু করতে হয় – আপন খেয়ালে তোমাকে আমি নির্মাণ করেই চলি। বিনি সুতোর বাঁধন-অথচ কিঅসম্ভব শক্তি সে বাঁধনের। মনের মধ্যে কখনো আত্মতুষ্টি আসে তোমাকে যেভাবে গড়তে চেয়েছি সেভাবেই বুঝি গড়ে ফেলেছি, একটু পরেই সেই মনই বাদ সাধে-কই কোথায় গড়লাম তোমাকে? তোমার অনুপম সৌন্দর্য, অনবদ্য রূপলালিমাকে ভাষায় নির্মাণ করি এত আমার সাধ্যাতীত, তাই তোমাকে নির্মাণ করতেই থাকি এক সুন্দর থেকে আরো কোনো সুন্দরের টানে। 
   তোমাকে দেখার যেমন শেষ নেই, তোমার সাথে কথা বলারও শেষ নেই, তোমাকে নিয়ে স্বপ্ন দেখাও অন্তহীন। হৃদয়ের এমন গভীরে তুমি ঠাঁই করে নিয়েছ সেখানে তোমাকে বাদ দিয়ে পথ হাঁটা কখনোই সম্ভব নয়, তুমি আমার অস্তিত্বের সঙ্গে মিশে একাকার হয়ে গেছ-গোলাপ পাপড়ির সঙ্গে যেমন তার সুগন্ধ জড়িয়ে থাকে। নদীর সঙ্গে যেমন তার ঢেউ মিশে থাকে, পাখির কন্ঠে তার সুমধুর তান তেমনিভাবেই তুমি আমার অন্তরমাঝে বিরাজ করছো। তুমি আমার নি:শ্বাসে মিশে আছো, আমার প্রশ্বাসে মিশে আছো, আমার  শরীরে-মনে, আশায়-ভরসায় সর্বত্র মিশে আছো চাঁদের সাথে জোছনার মতো। আমার ভালোবাসার আর এক নাম তুমি। তোমার বুকের উপত্যকায় যে রূপ লুকিয়ে আছে চাঁদের জোছনাও বুঝি অনায়াসে হার মেনে যায় তার কাছে। গোধূলিবেলার স্বর্ণালি মায়া, প্রভাতের রাঙা আলো সবই যেন তুচ্ছ হয়ে যায় এর সামনে এসে। এই অত্যাশ্চর্য সৌন্দর্য মালার বর্ণনা করা আমার সাধ্যাতীত, পৃথিবীর আর কোনো রূপই এর সমকক্ষ হতে পারে না। এই অনবদ্য রূপ দেখতে দেখতে শুধু স্বপ্নের দেশে হারিয়ে যায়, অপারবিস্ময়ে কেবলই মুগ্ধ হওয়া যায়। আমি ধন্য-এই অসামান্য রূপ দু’চোখ ভরে দেখেছি আর প্রাণভরে উপভোগ করেছি। 

🍂
9th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya 
  I walked a lot along the path of love, and how far can you tell if I can find you?  Can I go to you and say - I really reached you.  Now make me like you, tell me about your life, your love as you tell me the story you intensively will see, I really am your good listener, at least from someone else.  My chest is not less than love, but why can not I still reach you like mind?  Could not the call of my love reach your heart?
    My dream - to concentrate with you on more frequent love, fill in the gaps and focus, and make our love more bright-colored.  In the days to come, closer to you in the close
 Want to stay, walk with you.  If anyone is still in your fault, I want to save him in the eyes of the psalmist, to save love from slow-motion-calm-restraint as love.  Love is a temple, love is a flowing river, love is a flowering flower, love is a free sky, love is a sun lamp.  Come with me to the garden of heaven, make dreams a reality.
   You have caught me in many different ways, in various ways, and the wings of your desires have been in my heart.  In my life, you have come to be Vidyammani, sometimes heart-shaped, sometimes the gem of the eye, sometimes or parasitic.  I have repeatedly been filled with excitement, aroused and exhilarated in the aftermath of your honey.  Yet how cruel my mind is - she is still left to receive something from you, something better, something more heavenly.  Will you give me such a jewel finder?  Infinite - Be wary of everlasting goodness All the time, Your love runs a strange lilac deep in the bottom of my chest - You are constantly building in me.  You are so beautiful to me that you do not end up in any of my constructions, where I finish you have to start again soon - I think you build.  Without the binding of the yarn - but what possible strength is the binding.  Ever since the satisfaction of the mind has come to make you understand the way I wanted to make you, I left the mind shortly after - Where did I make you?  Your unparalleled beauty, unmatched Rupalima in language, is so much more than I could ever have, so I continue to build you from one beautiful to another.
    There is no end to seeing you, not even talking to you, dreaming about you is endless.  It is never possible to walk the path without you, in such a deep state of your heart, you have become united with my existence - with rose petals as its aroma.  As the waves of the river mix with her, her sweet melody in the voice of the bird, you are in my heart.  You blend in with my breath, you breathe in my breath, my body-mind, hope and hope are everywhere mixed with the moon.  You are another name of my love.  The shape of the moon that is hidden in the valley of your chest, it is easy to accept the rate easily.  The golden Maya of Godhulibela, the dazzling light of dawn, comes to the forefront of it all.  Apart from my description of this stunning beauty garland, no other form of earth can be equal to it.  To see this unique form is to get lost in the dream country, only to be fascinated at times.  I have seen this wonderful form of blessing in awe and enjoyment.

সংগ্রহ করতে পারেন 👇

Post a Comment

0 Comments