১. প্রাচীনতম বেদ হল—
ঋক
সাম
যর্জু
অথর্ব বেদ
২. বিশ্বের প্রাচীনতম আদি গ্রন্থ—
বেদ
রামায়ণ
মহাভারত
উপনিষদ
৩. বেদ শব্দের উৎপত্তি—
বিদ থেকে
বিদদ থেকে
বিদু থেকে
বিদর থেকে
৪. 'বিদ' ধাতুর সামান্য অর্থ—
জননা
জিন
জিননা
জিনগা
৫. ঋকবেদের মূল বিষয়—
গান
স্তুতি গান
নাটক
উপন্যাস
৬. ঋকবেদেয শৈলী—
গদ্যময়
ছন্দময়
পদ্য ও গদ্য
গদ্য ও পদ্ম কিছুই না
৭. যজুস শব্দের অর্থ—
মন্ত্র
ভক্তি
প্রার্থনা
বিদ্যা
৮. সাম শব্দের অর্থ—
সমান
বাঁকা
চ্যাপ্টা
গোল
৯. সামবেদ কত প্রকার—
১
২
৩
৪
১০. যজুর্বেদের শাখা—
১
২
৩
৪
🍂
ক্যুইজ ৯১-এর উত্তর
১. পূর্বজ আত্মা
২. মাহাত
৩. গদনা
৪. সিংবগা
৫. ১৪ টা
৬. হাড়িয়া
৭. কুরুক
৮. ঘুমকুড়িয়া
৯. ওরাং
১০. ওরাং
সংগ্রহ করতে পারেন 👇
0 Comments