জ্বলদর্চি

ক্যুইজ-৯০/ সাগর মাহাত

ক্যুইজ-৯০/ সাগর মাহাত

১. ওরাংদের পূর্বজ দেবতা হলেন—
ঠাকুরদেব
পুর্বজ আত্মা
ডিহার দেব
ধার্মেস

২. ওরাংদের গ্রাম হেডকে বলে—
মাহাত
পাহান
নায়কে
মাঝি

৩. ওরাংদের ট্যাটুকে বলে—
গদনা
মুরাল
ক্ষেমতি
কালা

৪. ওরাংদের মুখ্য দেবতা—
সিংবগা
মারাংবুরু
ঠাকুরদেব
মারাংবুরু


৫. ওরাংদের গোত্র রয়েছে—
১২টি
১৪ টি
১৫ টি
১৬ টি

৬. ওরাংদের প্রিয় পানীয়—
হাড়িয়া
মদ
সরবত
ফুলের রস

৭. ওরাংদের ভাষা—
গন্ডি ভাষা
সাঁওতালি ভাষা
নাগপুরী ভাষা
কুরুখ ভাষা

৮. ওরাং দের যুবাগৃহকে বলে—
গোটুল
ঘোটুল
ঘূমকুড়িয়া
পাহান

৯. ঝাড়খন্ডের দ্বিতীয় বড় জনজাতি—
সাঁওতাল
ওরাং
হো
মুন্ডা

১০. ভারতের চতুর্থ বড় জনজাতি হল—
ভীল
গন্ডি
সাঁওতাল
ওরাং

ক্যুইজ ৮৯-এর উত্তর
১. ১২ টি
২. আষাঢ়
৩. ওড়াক
৪. হাড়িয়া
৫. কোডাক ডিনার
৬. সিংবগা
৭. আঁতো
৮. বিটলাহা
৯. সাঁওতালি
১০. সাঁওতাল

Post a Comment

0 Comments