জ্বলদর্চি

অজিত মিশ্র ও সুকমল ঘোষ-এর কবিতা

অজিত মিশ্র ও সুকমল ঘোষ-এর কবিতা 

পাপীয়সী, তোকে
অজিত মিশ্র 


কাচের গুঁড়োর মতো বৃষ্টি, আর
শব্দগুলো ছিঁড়ে কুটি কুটি
আমাকে যেখানে তুই খুন করেছিস
সেটা কি পুরনো নীলকুঠি? 

প্রকাশ্য দিবালোকে এখন থেঁতলে যাচ্ছে লাশ।
দু'চোখের স্থির মণি অবিরল দেখে যাচ্ছে শুধু 
তোর খোলা বুকের মতন
খুলেছে আকাশ।

🍂

সুকমল ঘোষ

বিনির্মাণ
                
অক্ষরমালার সাথে লুকোচুরি খেলে
রাতের শিশিরকণা। রোদের গন্ধ পেলে 
যে যার ইচ্ছেমতো ফিরে যায় নিজের ঘরে ।
অক্ষর ভাঙে অক্ষর গড়ে নিঃশব্দে আর একটা ভোরে।।


আতপ
            
শীতের সন্ধ্যায় পোশাকেরা হাঁসফাঁস করে
এল ই ডি লাইটের বিচ্ছুরণে। পথের ওপাশে 
গুটলি মেরে শুয়ে কুত্তার বাচ্চাগুলো; সাহস পায় না
সখ্য করবার । ট্র্যাফিক সিগন্যালে জ্বলছে রেডলাইট।


Post a Comment

0 Comments