জ্বলদর্চি

১২ তম পর্ব /প্রেমকাব্য /মঙ্গলপ্রসাদ মাইতি

১২ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

আমি বুঝেছি ভালোবাসা বয়ে আনে আলোর বাতাস ভালোবাসা স্পন্দন, জীবনের শ্বাস। ভালোবাসা বয়ে আনে খুশির প্লাবন ভালোবাসা প্রত্যাশা, হৃদয়ের ধন। ভালোবাসা বয়ে আনে স্বপ্নের ঢেউ ভালোবাসা বেঁচে থাকে জীবন গেলেও। ভালোবাসা নিয়ে আসে ফাগুনের মাস ভালোবাসা চঞ্চল, দুরন্ত পলাশ। ভালোবাসা পথ হাঁটে প্রদীপ জ্বেলে ভালোবাসা প্রজাপতি হাসে চোখ মেলে। ভালোবাসা সুরভিত কবিতার ফুল ভালোবাসা অন্তরে ফোটায় মুকুল। ভালোবাসা নিয়ে আসে একরাশ সুর, ভালোবাসা অমনিশা করে দেয় দূর। 
   ভালোবাসা এমনই – তার একটুখানি ছোঁয়া হৃদয়ের গভীরে তৃপ্তির বান ডেকে দেয়, বুকের তলদেশে অনাবিল আনন্দের মুক্তো ছড়ায়, মেঘ ভাঙা রোদের মতো অন্তরকে করে উজ্জ্বল, দীপ্তিময়। ভালোবাসা এমনই – তার সামান্য পরশ দু’চোখের পাতায় সুখ-স্বপ্নের জোয়ার আনে, ঘাসের ডগায় ঝরে পড়া শব্দহীন শিশিরের মতো প্রাণের মুকুলকে করে রঙিন, বর্ণময়। ভালোবাসা এমনই – মনকে কেবলই আকুল করে, এলোমেলো বাতাসের মতো উদ্বেল-উদ্বিগ্ন করে, অনেক স্বাদে-রূপে-গন্ধে হাজির হয় চিত্ত মাঝারে। এই তুমি যেমন আমার কাছে।
   ভালোবাসা ক্ষয়ে গেলে কিংবা ফুরিয়ে গেলে জীবনের আর কিছু থাকে না, শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে পড়ে থাকে যেমন শুধু একটা কাঠামো সেরকমই। ভালোবাসা জীবনের প্রাণ, জীবনের যা কিছু মাধুর্য, যা কিছু রমণীয়তা সব ওই ভালোবাসাকে ঘিরেই। ভালোবাসা আনন্দ, ভালোবাসা সুখ, ভালোবাসা স্বপ্ন, হৃদয়ের স্পন্দন। ভালোবাসা জীবনকে এগিয়ে নিয়ে যায়, ছন্দমুখর করে, সঙ্গীতময় করে। সেই ভালোবাসা শেষ হয়ে গেলে জীবনের কোনো মানেই থাকে না,বাঁচার কোনো অর্থই হয় না। ভালোবাসা আছে বলে তুমি আছো, ভালোবাসা ফুরিয়ে গেলে তুমিও থাকবে না। 
   ভালোবাসা যদি বলে আর ভালোবাসা নয় - এই আমি মুখ ফিরিয়ে নিলাম তবে জীবনের কী কোনো অর্থ থাকে? থাকে না – সে জীবন সম্পূর্ণভাবেই আলোহীন, ফুলহীন বাগানের মতোই শূন্য-রূপহীন, জলহীন নদীর মতোই শুষ্ক-ধূ ধূ বালুর চর, মরুভূমির মতোই রিক্ত-দীর্ণ। এমন যদি জীবনের ইচ্ছা তুমি করে থাকো-করতেই পারো, আমি তো বাধা দিতে পারি না, তবে আমি তোমাকে যেভাবে ভালোবেসে এসেছি সেভাবেই ভালোবেসে যাব আগামী দিনগুলিতেও। ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আমি আমার জীবনকে শুষ্ক-রুক্ষ-মরুভূমি করতে চাই না, করতে চাই না বর্ণহীন-গন্ধহীন শূন্য মরুদ্যান। 
   ভালোবাসা সব সময়েই পবিত্র, রমণীয়, সুন্দর- ভালোবাসা চাঁদের আলোর মতোই স্নিগ্ধ, শিশির সিক্ত গোলাপের মতোই সুরভিত সুগন্ধময়, রাঙা প্রভাতের মতো দীপ্ত, উজ্জ্বলময়। ভালোবাসা বরফশুভ্র পাহাড়ের মতো সুশোভিত, সাগরের মতোঅতল, গভীর–আকাশের মতো অনন্ত, সীমাহীন। মনের নিবিড় গহনে তার বাস, হৃদয়ের তলদেশে তার অবাধ সঞ্চরণ। ভালোবাসা বসন্তের দখিনা বাতাস, পলাশের মিষ্টি হাসি, হেমন্তের পাকা সোনালি ধানের মধুর সুবাস, সে আসে আশ্চর্য দ্যুতি নিয়ে, অন্তরে সে নিখাদ রূপময়ী। ভালোবাসার তুলনা একমাত্র ভালোবাসাই।
   ভালোবাসার আলোয় আমি তোমার মুখ দেখেছি। বুঝেছি তুম আমার অনাদিকালের অন্তবিহীন সুখ। তুমি আমার স্বপনে দেখা সেই বহুযুগের সাথী যাকে নিয়ে আমার কাটে গেছে নিদ্রাবিহীন হাজারো রাত্রি। তোমার কষ্ট আমার প্রাণে ব্যথার ঝড় তুলে মেঘের কালোয় ঢাকা পড়ে আমার মনের ঘর। তোমায় একটুখানি দেখলে আমার মনে খুশির জোয়ার আসে। হৃদয় মাঝে খলখলিয়ে হাশে পুর্ণিমা চাঁদ। তুমি পাশে থাকলে আমি ফুলের গন্ধ পাই। কাঙাল হৃদয় বলে শুধু তোমাকে চাই, তোমাকে চাই। 
   এইমাত্র আমার ভালোবাসা আমাকে ছুঁয়ে গেল, পবিত্র মন নিয়ে আমার অন্তরকে করে গেল বিকশিত। উষ্ণ আলিঙ্গনে আমাকে দিয়ে গেল অনেক কিছুই – আমার প্রেম, আমার হৃদয়ের গাঢ় অনুরাগ। নতুন সকালের নতুন আলোয় স্নাত হয়ে সে এসেছিল আমার কাছে, আমাকে দিল তার প্রেমের অঞ্জলি, আমি সিক্ত হলাম, আমি বাঁধা পড়লাম চির প্রণয়ের ডোরে। পাখি ডাকছিল বনে, নব পল্লবিত বৃক্ষশাখাগুলি মৃদু বাতাসে দোল খাচ্ছিল এমন মধুর ক্ষণে আমার ভালোবাসার স্পর্শে আমি শিহরিত না হয়ে পারলাম না, আমি মুগ্ধ না হয়ে পারলাম না।  তুমি ভালোবাসবে–আর আমি কিছু দেব না তা তো হয় না, আমার বুকেও যে সামান্যটুকু ভালোবাসা আছে তাই না হয় অঞ্জলি ভরে তোমাকে দিলাম। ভালোবাসায় তো অন্য কিছু দেওয়া যায় না, ভালোবাসার দানে ভালোবাসাই দেওয়া যায়, তাই তোমাকে দিলাম। জানি তোমার ভালবাসার কাছে আমার ভালোবাসা কিছুই নয়, তবু বলতে পারি - আমার এ ভালোবাসার মধ্যে কোনোরকম কৃত্রিমতা নেই, স্বার্থপরতার লেশমাত্র নেই, যা আছে তা আমার অন্তর থেকে উত্সালরিত আলো, হৃদয় নি:সৃত প্রেম, প্রাণের বিপুল আবেগ! 

🍂

12th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya 

I understand that the air of light that brings love is the vibration of love, the breath of life.  The flood of happiness brings love, the hope of love, the treasure of the heart.  Dreaming brings the waves of love lives, even though life lives.  The month of Phagun brings love, love is playful, Durant Palash.  Love walks on the path of love, Prajapati butterfly smile and eyes meet.  Love is the flower of the melody of love poem.  Love brings a singular tune, love gives away amnesia.
    Love is like that - a little touch of hers deepens the heart, a pearl of joy unfolds beneath the chest, a bright, radiant heart as a cloud-breaking sun.  Love is like that - his little paradise brings the tide of happiness and dreams to the pages of two eyes, and the colorful, colorful look of a lifeless moth-like dew falling on the grass.  Love is like this - only the mind is anxious, anxious and anxious as the random wind, in many flavors and forms, appears in the middle of the mind.  This is what you are to me.
    When love is lost or exhausted, there is nothing in life, but when life is left out of the body, it is just like a structure.  Love is the life of life, the sweetness of life, the beauty of all that surrounds that love.  Love is joy, love is happiness, love is dream, heart is vibrating.  Love moves life, rhythm and music.  When that love is gone, life has no meaning, no meaning to live.  You are there to have love, you will not be there when love is gone.
    If love turns out to be love and not love - if I turn away, does life have any meaning?  There is no life - that life is completely lightless, like a flowerless garden without a vacuum, like a waterless river, dry and dull, like a sand dune, as empty as a desert.  If you can do whatever you want in life, I cannot stop you, but I will love you the way I have come to love you in the days to come.  I do not want to turn my life into a dry, rough-desert, and no colorless, odorless wilderness.
    Love is always sacred, delightful, beautiful - love is as soft as moonlight, fragrant like dewy roses, radiant as dawn, bright.  Love is as beautiful as snow-capped mountains, sea-like, deep-sky eternal, limitless.  He lives in the deepest depths of the mind, his free circulation at the bottom of the heart.  Love the spring breeze of the spring, the sweet smile of Palash, the sweet aroma of the ripe golden golden rice of Hemanta, she comes with amazing brilliance, she is purely beautiful in heart.  Comparing love is the only love.
 I saw your face in the light of love.  Understand you are the eternal happiness of my eternity.  You are the companion of the many ages whom I have dreamed of, with whom I have spent thousands of sleepless nights.  Your troubles have caused the storms of pain in my life to cover the black clouds of my mind.  Seeing you in a moment brings a tide of happiness to me.  Purnima moon in the heart of the heart.  If you are on the side, I smell the flowers.  Poor heart just wants you, I want you.
    It was only then that my love touched me, with a pure mind my heart developed.  The warm embrace gave me so much - my love, the deep love of my heart.  He came to me after graduating in the new light of the morning, gave me his arms of love, I got wet, I was tied to the door of love forever.  The birds were calling in the forest, I could not be thrilled, I could not be fascinated by the touch of my love in the sweet moment that the newly emerging trees were swinging in the gentle breeze.  You will love - and I will not give anything, it is not the little love I have in my chest, or I will give you a finger full.  Nothing else can be given in love, love can be given in love, so I gave it to you.  I know your love for your love is nothing, but I can say - there is no artificiality, no selfishness in my love, all that is in my heart is the light emitted from my heart, unconditional love, great passion for life!

Post a Comment

0 Comments