দিনের শেষে, একটু হাসুন ৩১ আগস্ট ২০২০

৩১/৮/২০২০ ১) ৮৪ বছর বয়সে চলে গেলেন দেশের ১৩-তম রাষ্ট্রপতি(২৫/৭/২০১২ থেকে ২৫/৭/২০১৭), প্রাক্তন অর্থ ও বাণিজ্য এবং বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায়! ২) প্রথম অনলাইন বিশ্বদাবা অলিম্পিয়াডে যুগ্ম জয়ী হল ভারত ও রাশিয়া! ৩) পুণের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত হচ্ছে অক্সফোর্ডের বিজ্ঞানীগণের আবিষ্কৃত করোনা প্রতিষেধক COVISHIELD. ৪) সূত্রের খবর,১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনেই স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, ফলপ্রকাশ অক্টোবরের মধ্যে। ৫) ১০৩ বছর বয়সে করোনায় মারা গেলেন ভারতের প্রথম মহিলা কার্ডিওলোজিস্ট এস আই পদ্মাবতী! ৬) শুধু মাত্র স্মার্ট কার্ডে রাজ্যে আগামী ৮ অক্টোবর থেকে মেট্রো রেল চালু হতে চলেছে। ৭) মুম্বই বিমানবন্দরের ৭৪ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে আদানি গোষ্ঠী! ৮) প্রয়াত নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলনের সর্বভারতীয় সাধারণ সচিব জয়ন্ত ঘোষ! (বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!) ________________________________ একটু হাসুন পচা দা: হ্যাঁ রে, তোর বাবার মিষ্টির দোকানে তো কত রসগোল্লা থাকে, তোর খেতে ইচ্ছা করে না?